বিবাহবিচ্ছেদ নিয়ে ভূমিকার বক্তব্য

admin

বিবাহবিচ্ছেদ নিয়ে ভূমিকার বক্তব্য

ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ভূমিকা চাওলা। ২০০০ সালে তেলেগু ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষার অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে ভারত ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ভূমিকা চাওলা। দীর্ঘ চার বছর প্রেম করার পর ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। তাদের ঘর আলো করে একটি পুত্রসন্তানও এসেছে। কিন্তু সম্প্রতি গুঞ্জন শোনা যায়-আলাদা থাকছেন ভূমিকা-ভারত। কিন্তু এমন গুঞ্জন নিয়ে বিরক্ত ভূমিকা।
গুঞ্জন উড়িয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম ভূমিকা চাওলা বলেন, ‘আমার দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জনের বিষয়ে পরিষ্কার করতে চাই। আমাদের পুত্রসন্তানকে নিয়ে আমি আর ভারত সুখেই আছি। তবে আমি খুবই বিরক্ত হই যখন মানুষ জানতে চায়, আমরা নাকি আলাদা হয়ে গেছি। আমরা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আর সে (ভারত) আমাকে সবসময় সহযোগিতা করছে।’
তামিল-তেলেগু ভাষার ‘ইউ টার্ন’ সিনেমায় অভিনয় করছেন ভূমিকা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘ইউ টার্ন’ সিনেমার রিমেক এটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও বলিউডের ‘খামোশি’ ও তেলেগু ভাষার ‘সব্যসাচী’ সিনেমার কাজ হাতে রয়েছে ভূমিকার। সিনেমা দুটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সূত্র : রাইজিংবিডি, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Share us
Next Post

Raggabund rocks Dhaka

German-Swiss band Raggabund rocks Dhaka The four-member band rocked the audience at the National Theater Hall, Bangladesh Shilpakala Academy. For over a decade, they have been inspiring their fans with a mix of offbeat, dancehall, cumbia muffin and niceness. The band shows a beautiful combination of their music with everyday […]
Raggabund-rocks