জান্নাতুল ফেরদৌস ঐশী

admin

জান্নাতুল ফেরদৌস ঐশী
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮

জন্ম : পিরোজপুর, বরিশাল।
জন্মতারিখ : ২৭ আগস্ট।
বাবা : আব্দুল হাই, সমাজসেবী।
মা : আফরোজা হোসনে আরা, স্কুল শিক্ষিকা।
ভাই-বোন : দুই বোন। বড় বোন শশী।
শিক্ষা : এইচএসসি, মাটিভাঙা ডিগ্রি কলেজ, ২০১৮।
প্রিয় অভ্যাস : বই পড়া ও গান শোনা।
প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ।
প্রিয় বই : হুমায়ূন আহমেদের সব লেখাই ভালো লাগে। হিমু ও মিসির আলী সিরিজের বইগুলো বেশি আকৃষ্ট করে।
প্রিয় অভিনেতা : রাজ্জাক। মাঝে মাঝে শাকিব খান।
প্রিয় অভিনেত্রী : শাবানা ও নুসরাত ফারিয়া।
প্রিয় শিল্পী : মিফতাহ জামান।
প্রিয় খাবার : ভাত, বাইম মাছ এবং আলুর যে কোনো তরকারি।
প্রিয় রঙ : সবুজ।
প্রিয় পোশাক : শাড়ি।
৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ১৮ বছর বয়সী ঐশী পড়াশোনার পাশাপাশি স্কুল ও কলেজে নিয়মিত বিতর্কে অংশ নিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না-থাকলেও যুক্ত আছেন নাচে। আঁকাআঁকি, লেখালেখি, গান, উপস্থাপনায়ও তার সমান আগ্রহ। সাঁতারে পারদর্শী এই সুন্দরীর ইচ্ছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। ভবিষ্যতে বাল্যবিয়ে নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করতেও আগ্রহী ঐশী।
-রঙিনদুনিয়া ডেস্ক

Share us
Next Post

মুখ খুললেন রাবিনা

ক্ষমতা যেখানে, মানুষের ভিড়ও বাড়তে থাকে সেখানে। ক্ষমতার সামনে মানুষের অনেক কিছু বলার থাকলেও, তা বলা যায় না। বলিউডেও এই ধারা বছরের পর বছর ধরে চলে আসছে। আর এসবের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মতো বড় মাপের অভিনেতার বিরুদ্ধে মুখ খোলায় প্রথমে সমালোচনার শিকার হলেও, […]
Raveena Tandon