সম্প্রতি বলিউডে যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন ‘আশিক বানায়া আপনে’ সিনেমাখ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটির শুটিং সেট থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন।
এ গানের শুটিং সেট থেকে বেরিয়ে আসার পর তনুশ্রীর গাড়ির ওপর হামলা চালায় একদল লোক। সংবাদমাধ্যমে এ অভিযোগ তখনই তিনি করেছিলেন। দীর্ঘ দিন পর সেই হামলার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কারের ভেতরে বসে আছেন তনুশ্রী দত্ত। এক ব্যক্তি ক্যামেরা হাতে গাড়ির গ্লাসে আঘাত করছেন। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। ওই ব্যক্তিকে গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা যায়। এছাড়া আরেক ব্যক্তিকে গাড়ির ওপরে ওঠে লাফাতে দেখা যায়। এতে গাড়ির ছাদের অংশ দেবে যায়। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে তনুশ্রী যৌন হেনস্তা নিয়ে মুখ খোলার পর এ অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর। ইতোমধ্যে তনুশ্রীর কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। শুধু তাই নয়, তনুশ্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার কথাও ভাবছেন এই অভিনেতা।
কয়েকদিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে তনুশ্রী দত্ত বলেন, ‘কী মামলা করবেন? ক্রিমিনাল নাকি সিভিল? তার কী আদৌ কোনো মামলা আছে? আমি সম্মান ও ক্যারিয়ার হারিয়েছি, যা কয়েক কোটি রুপির সমপরিমাণ। এর ক্ষতিপূরণ কে করবে? এটি ভিকটিমকে দমিয়ে রাখতে নানার কৌশল। এর মাধ্যমে সে আমাকে চুপ রাখতে চাইছে। ১০ বছর আগে হয়তো এ কৌশল আমার বেলায় খাটত। কিন্তু এখন আমি চুপ থাকব না।’
২০০৮ সালে এ বিষয়ে নানা পাটেকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তনুশ্রী। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে লড়াইয়ের শক্তি হারিয়ে ফেলেছিলাম। সমাজের একটি বড় অংশ আমাকে দোষারোপ করেছিল। কিন্তু বিশ্বাস করুন, সময় বদলে গেছে। মানুষ এখন আমার পাশে দাঁড়াচ্ছে।’
তনুশ্রী অভিযোগ করলেও পরিচালক রাকেশ সারাং বলেছেন, যে গানটি নিয়ে অভিযোগ তোলা হয়েছে এ অভিনেত্রী আগে থেকেই জানতেন তা ডুয়েট গান। এ অভিনেত্রী বলেন, ‘তাদের উল্টাপাল্টা বকতে দিন। তাদের বক্তব্য এতটাই দুর্বল যে কেউ এখন তা বিশ্বাস করবে না। তারা এখন সবাইকে তাদের আসল রূপ দেখাচ্ছে। তাদের কাছে অনেক মিথ্যা কথা রয়েছে। তাদের বক্তব্য প্রকৃত সত্য এবং আমার কথা শুধু অভিযোগ হিসেবে নেয়া ঠিক নয়।’
সংবাদমাধ্যমটিতে রাকেশ সারাং আরো বলেছেন, ‘যদি কেউ কারো সঙ্গে ফ্লার্ট করতে চায় তাহলে তার কেবিনে করবে এতগুলো মানুষের মধ্যে শুটিং সেটে নয়’। তবে এর প্রতিবাদ করে তনুশ্রী বলেন, ‘এটা ফ্লার্ট ছিল না। এটা ছিল হয়রানি। আপনারা জানেন না এর ফলাফল কী হতে চলেছে, এবার আর আগের মতো হবে না।’
আপনার কেন এমনটা মনে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তনুশ্রী বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে বলেছেন এবং আমার বিশ্বাস আমি এখন একা এই লড়াই করতে পারব। আমি আত্মবিশ্বাসী এবং পুরো জাতি আমার সঙ্গে রয়েছে। আর আমি আগের চেয়ে বেশি শক্ত। আমি ভয় পাচ্ছি না। নিজের ভেতরে ভয় ঢুকতে দিচ্ছি না। আমি এখন ভিন্ন তনুশ্রী। আমি আগের চেয়ে পরিণত এবং বিজ্ঞ।’
সূত্র : রাইজিংবিডি, ১ অক্টোবর ২০১৮