কাজী হায়াতের ৫০তম ছবিতে প্রথমবার শাকিব খান

admin

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াত। শারীরিক অসুস্থতাকে সঙ্গে নিয়েও তিনি চলচ্চিত্রে মনযোগী। বেশ খানিকটা বিরতি দিয়ে আবারও আসছেন নির্মাণে। শিগগিরই নির্মাণ করতে যাচ্ছেন ক্যারিয়ারের ৫০তম সিনেমাটি।
মাইলফলক ছুঁয়ে যাবার ছবিটিতে তিনি নায়ক হিসেবে বেছে নিয়েছেন ঢাকাই ছবির বর্তমান সেরা নায়ক শাকিব খানকে। ছবির নাম ‘আমার স্বপ্ন আমার দেশ’। এই ছবি দিয়েই প্রথমবারের মতো গুণী নির্মাতা কাজী হায়াতের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান।
বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াত আজ শনিবার, ২৪ ফেব্রুয়াারি দুপুরে বলেন, ‘অবশেষে আমার ৫০তম ছবিটি শুরু করতে যাচ্ছি। এই প্রথমবার শাকিবকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছি। ওর সঙ্গে আমার চিত্রনাট্য নিয়ে আলাপ হয়েছে। গল্পটি ও পছন্দ করেছে। দেশপ্রেমের চেতনায় উজ্জীবীত এই ছবিতে শাকিব খানকে দেখা যাবে বিসিএস পাশ করেও অভিমানে সরকারি চাকরিতে যোগ দেন না। তিনি বাবার পথ ধরেই দেশপ্রেমের চেতনায় বেছে নেন সাংবাদিকতাকে। যার মনের ভেতরে দেশের জন্য কিছু করার তাগিদ কাজ করে। আছে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর প্রতিশোধ, বোনের সম্ভ্রম হারানোর প্রতিশোধেরও আগুন।’
ছবির নায়িকা কে হবেন? এই প্রশ্নের জবাবে কাজী হায়াত বলেন, ‘শাকিবের সঙ্গে এই বিষয়টি নিয়েও আলাপ হয়েছে। বেশ কিছু নাম এসেছিলো আলোচনায়। তার মধ্য থেকে বুবলীকেই বেছে নিয়েছি আমরা। তার চরিত্রটিও বেশ দারুণ। প্রথমে শাকিবের বাবার সহকারী হিসেবে হাজির হবেন বুবলী। এরপর শাকিব যখন সাংবাদিকতায় আসেন তখন তার সহকারী হয়ে কাজ করবেন।’
‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিটি নির্মিত হবে শাপলা মিডিয়ার ব্যানারে। ছবিটির ব্যাপারে নিশ্চিত করে সেলিম খান জাগো নিউজকে বলেন, ‘ছবির মহরত অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। এরপর ২৫ মার্চ থেকে আমরা শুটিংয়ে যাবো। একটানা পুরো মে মাসজুড়ে চলবে দৃশ্যধারণ।’
সেলিম খানা আরও জানান, বাংলাদেশেই হবে ছবিটির শতভাগ শুটিং। এর গানসহ সব দৃশ্যই এখানে চিত্রায়িত হবে। ছবিতে শাকিব খানের বোনের চরিত্রে দেখা যাবে প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে।
সূত্র : জাগোনিউজ২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Share us
Next Post

তনুশ্রীর পাশে মন্ত্রী ও ‘চিন্তা’

প্রসঙ্গ যৌন হেনস্তা তনুশ্রীর পাশে মন্ত্রী ও ‘চিন্তা’ এক দশক আগে যৌন হয়রানির শিকার হয়েছিলেন ২০০৪ সালের ‘মিস ইন্ডিয়া’ ও একসময়ের বলিউড তারকা তনুশ্রী দত্ত। ওই সময় অভিযোগও করেছিলেন। তখন কেউ পাত্তা না দিলেও এখন হালে পানি পেতে শুরু করেছে সেই অভিযোগ। যৌন হয়রানি বিষয়ে নতুন করে মুখ খোলায় ভারতে […]
Tanushree Dutta