ধর্ষণের অভিযোগে অলোক নাথ : ধর্ষণ হয়েছে তবে অন্য কেউ করেছে
অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন লেখিকা-প্রযোজক বিনতা নন্দা। বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অলোক নাথ। অলোক নাথ বলেন, ‘কিছু মানুষ কথা বলবেই। আমি এটি অস্বীকার করছি না আবার মেনেও নিচ্ছি না। ধর্ষণ হয়েছে তবে অন্য কেউ করেছে। আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু প্রকাশ পেয়েছে, এ নিয়ে অনেক টানা হেঁচড়া হবে।’ অলোক নাথ মনে করেন, বিনতা নন্দার এই অভিযোগ ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের ফলাফল। এ আন্দোলনের কথা স্বীকার করে তিনি জানান, এর ফলে অনেক ঘটনাই প্রকাশ পেয়েছে। এ অভিনেতা বলেন, ‘আমাদের শুধু নারীদের কথাই শুনতে হবে কারণ তাদের অপেক্ষাকৃত দুর্বল মনে করা হয়।’
নাটক সিনেমায় রক্ষণশীল চরিত্রে অভিনয় করেন বলে তার সঙ্গে ‘সংস্কারি’ তকমাটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে অনেকেই তার সম্পর্কে নানা কটু কথা বলছেন। এ প্রসঙ্গে অলোক নাথ বলেন, ‘মানুষের ব্যাপারে আমার কি করার আছে? আমার ইমেজ নষ্ট করার জন্য অনেক কিছুই বলবে। আমার ইমেজের কথা বাদ দিন, যা কিছু বলা হয়েছে তা খুবই অযৌক্তিক।’ বিনতা নন্দার সঙ্গে তার বন্ধুত্ব প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘এক সময় সে অনেক ভালো বন্ধু ছিল। এখন সে অনেক বড় একটি বিষয়ে কথা বলেছে। আজ সে যা কিছু হয়েছে সব আমার জন্যই।’
তথ্যসূত্র : রাইজিংবিডি, ৯ অক্টোবর ২০১৮