উল্টো আইনি নোটিশ দিলেন বিকাশ

admin

উল্টো আইনি নোটিশ দিলেন বিকাশ

‘কুইন’ ছবির পরিচালক বিকাশ বহেল নাকি নির্দোষ। তিনি কাউকে যৌন হয়রানি করেননি। বরং তাঁর সহকর্মীরাই ‘সুযোগসন্ধানী’। তাঁকে ফাঁসানোর জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এ জন্য সহকর্মীদের উল্টো আইনি নোটিশ পাঠিয়েছেন বিকাশ বহেল।
সাবেক সহযোগীদের বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ফ্যান্টম ফিল্মসের সহযোগী অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মাতওয়ানে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করে বিকাশের সম্মানহানি করেছেন। এর সবই নাকি তাঁরা করেছেন পেশাগত ঈর্ষা থেকে। আইনি নোটিশে আরও বলা হয়েছে, অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মাতওয়ানে সুযোগসন্ধানী এবং পেশাগত ঈর্ষা থেকেই তাঁর সম্মানহানি করে বহেলের ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন বহেল।
নোটিশে বলা হয়েছে, কথিত ঘটনা ও ভুক্তভোগী তিন বছর চুপ থাকার পর হঠাৎ আপনারা এসেছেন তাঁকে সাহায্য করতে! আকস্মিকভাবে ভুক্তভোগীকে সহযোগিতা করার এ নৈতিক উন্নয়ন একধরনের ধাপ্পাবাজি এবং এর পেছনে রয়েছে ব্যক্তিগত স্বার্থ। এ জন্য তাঁদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং সামাজিক মিডিয়ায় করা বিতর্কিত বিবৃতি প্রত্যাহার করতে হবে। ‘কুইন’ পরিচালক বলেছেন, পেশাদার ও সৃজনশীল মতদ্বৈততার কারণেই আরও কয়েক মাস আগে ফ্যান্টম ফিল্মস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৫ সালে ভারতের গোয়া অঙ্গরাজ্য ভ্রমণে গিয়েছিলেন ফ্যান্টম ফিল্মসের কর্মীরা। ওই সময় এক নারী সহকর্মী নয়নী দীক্ষিতের সঙ্গে নোংরা আচরণ করেছিলেন বিকাশ বহেল। সম্প্রতি হাফপোস্ট ইন্ডিয়ার অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে ঘটনাটি প্রকাশিত হয়, যেখানে বিবৃতি দিয়েছেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মাতওয়ানে। পাশাপাশি তাঁরা আরও জানান, মূলত এসব কারণেই প্রযোজনা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন তাঁরা।
আইনি নোটিশে বলা হয়েছে, ফ্যান্টমের যে কর্মী তাঁকে যৌন হয়রানি করা হয়েছে বলে দাবি করেছেন, সে অনুরাগ ও বিক্রমের লোক। যৌন হয়রানির কোনো ঘটনাই আসলে ঘটেনি।
কঙ্গনা রনৌতের ‘কুইন’ ছবিটি পরিচালনা করেছিলেন বিকাশ বহেল। সেই ছবির সেটে নায়িকা কঙ্গনার সঙ্গে নোংরা আচরণ করেন তিনি। এখন জানা গেল, কেবল নায়িকাই নন, ছবির সহশিল্পী নয়নী দীক্ষিতের সঙ্গেও অস্বস্তিকর ব্যবহার করেছিলেন অভিযুক্ত বিকাশ। নয়নী বলেছেন, ‘কুইন’ ছবিতে কাজ করা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
তথ্যসূত্র : ডেকান ক্রনিকল, প্রথম আলো : ১১ অক্টোবর ২০১৮

Share us
Next Post

নানা পাটেকরের নামে মামলা তনুশ্রীর

নানা পাটেকরের নামে মামলা যৌন হয়রানির অভিযোগে অভিনেতা নানা পাটেকর ও কোরিওগ্রাফার গণেশ আচার্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় মামলার পর এ বিষয়ে অভিনেত্রী তনুশ্রী দত্তের জবানবন্দি নিয়েছে পুলিশ। জবানবন্দি দেওয়ার সময় তনুশ্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী নিতীন সাতপুত। বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, […]
Tanushree Dutta