চিত্রাঙ্গদাকে শাড়ি খুলতে বলছিলেন পরিচালক : পাশেই ছিলেন নওয়াজউদ্দিন

admin

চিত্রাঙ্গদাকে শাড়ি খুলতে বলছিলেন পরিচালক, পাশেই ছিলেন নওয়াজউদ্দিন

বলিউড অভিনেত্রী চিত্রঙ্গদাকে শাড়ি খোলার জন্য চাপ প্রয়োগ করছিলেন পরিচালক। প্রতিবাদ করা তো দূরের কথা পাশে বসে হা করে এসব দৃশ্য দেখেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তনুশ্রী দত্তের মতোই খারাপ অভিজ্ঞতা হয়েছিল চিত্রাঙ্গদা সিংহের।
২০১৬ সালে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার শুটিং সেটের ঘটনা শেয়ার করেছেন চিত্রাঙ্গদা সিংহ। ছবির পরিচালক কুশান নন্দী তাকে শাড়ি খুলে ছায়া পরে একটি দৃশ্যে অভিনয় করার কথা বলেছিলেন। নওয়াজের সঙ্গে খুব অন্তরঙ্গ একটি দৃশ্যে অভিনয় করতে বলেছিলেন কুশান।
সংবাদমাধ্যমকে চিত্রাঙ্গদা জানিয়েছেন, সেই দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। কিন্তু পরিচালক সেই দৃশ্য বাদ দিতে মোটেই রাজি ছিলেন না। চিত্রাঙ্গদা কান্নাকাটি করছেন দেখেও তাকে জোর করছিলেন কুশান। শেষ পর্যন্ত শুটিং ফ্লোর থেকে ফিরে আসেন তিনি। এই সব দেখেও চুপ ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুরো সময়টাই তিনি নীরব দর্শকের মতো উপভোগ করেছেন বলে অভিযোগ করেছেন চিত্রাঙ্গদা। শেষপর্যন্ত সেই ছবিতে অভিনয় করেননি চিত্রঙ্গদা সিংহ। ওই দৃশ্যে অভিনয় করতে না চাওয়া তাকে বাদ দেওয়া হয়েছিল।তার চরিত্রটিতে অভিনয় করেছিলেন বিদিতা বাগ। কাজের জায়গায় এই ধরনের ঘটনা এড়াতে নারীদের একজোট হওয়া উচিত বলে মনে করে চিত্রাঙ্গদা।
তথ্যসূত্র : জাগোনিউজ২৪, ১৬ অক্টোবর ২০১৮

Share us
Next Post

এবার তোপ শাবানা আর করণের ওপর

কঙ্গনা রনৌত আরও খেপেছেন। ‘#মি টু’ আন্দোলন যখন তুঙ্গে, তখন তা নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও মানবাধিকারকর্মী শাবানা আজমি এবং জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও উপস্থাপক করণ জোহর। কেন? এ কারণেই কঙ্গনা রনৌত তাঁদের ওপর চটেছেন। তোপ দেগেছেন। বলেছেন, ‘কোথায় গেলেন করণ জোহর বা শাবানা আজমির […]
Shabana Azmi, Kangana Ranaut & Karan Johar