তিনি জোর করে চুম্বনের চেষ্টা করেন : কেট শর্মা

admin

‘#মি টু’ আন্দোলন
তিনি জোর করে চুম্বনের চেষ্টা করেন

বলিউডে মহামারির মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে যৌন হয়রানির অভিযোগ। মুখোশ খসে পড়তে শুরু করেছে সংশ্লিষ্ট লোকজনের। গত সপ্তাহে ধর্ষণের অভিযোগ উঠেছিল বলিউড পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে। গতকাল তাঁর বিরুদ্ধে পাওয়া গেল যৌন হয়রানির আরেক অভিযোগ। সম্প্রতি সুভাষ ঘাইয়ের নামে থানায় মামলা করেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল কেট শর্মা। তাঁর দাবি, সুভাষ ঘাই তাঁকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন।
কেট বলেছেন, ‘গত ৬ আগস্ট তিনি আমাকে তাঁর বাসায় ডেকেছিলেন। সেখানে পাঁচ-ছয়জন লোক ছিলেন। তাঁদের সামনেই তিনি আমাকে গা টিপে দিতে বলেন। ঘটনার আকস্মিকতায় আমি প্রচণ্ড ধাক্কা খাই। কিন্তু বয়স্ক ও শ্রদ্ধেয় মানুষ বলে আমি আপত্তি করিনি। দুই-তিন মিনিট শরীর মালিশ করে দেওয়ার পর হাত ধোয়ার জন্য বাথরুমে গেলে তিনিও আমার পিছু পিছু চলে আসেন। কিছু একটা বলবেন বলে তিনি আমাকে নিজের ঘরে নিয়ে যান। সে সময় তিনি আমাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। ছেড়ে দিতে অনুরোধ করলে তিনি আমাকে হুমকি দেন।’
কেট বলেন, ‘আমি বারবার বলেছিলাম, আমাকে যেতে হবে। তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, রাতে তাঁর সঙ্গে না থাকলে আমাকে কাজে নেবেন না।’
অজ্ঞাত এক নারী গত সপ্তাহে সামাজিক মিডিয়ায় সুভাষের নামে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, সুভাষ ঘাই মাদক সেবন করিয়ে তাঁকে ধর্ষণ করেন। যদিও সুভাষ সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। এক বিবৃতিতে ৭৩ বছর বয়সী এই পরিচালক বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে ভয়ংকরভাবে পুরোনো মিথ্যা ও অর্ধসত্য কাহিনি টেনে বের করাটা ফ্যাশন হয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব চরম মিথ্যাচার।’
নানা পাটেকারের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হয়রানির অভিযোগের পর থেকে ভারতে #মি টু আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই মধ্যে বলিউডের বহু নারী অভিযোগের তির ছুড়েছেন পরিচালক বিকাশ বেহেল, রজত কাপুর, সাজিদ খান, অভিনেতা অলক নাথসহ আরও অনেকের দিকে।
তথ্যসূত্র : ডেকান ক্রনিকল, প্রথম আলো : ১৪ অক্টোবর ২০১৮

Share us
Next Post

যৌন হেনস্তার অভিযোগে ‘হাউসফুল ফোর’র পরিচালক বদল

‘#মিটু’ যৌন হেনস্তার অভিযোগে ‘হাউসফুল ফোর’র পরিচালক বদল যৌন হেনস্তার অভিযোগে শুটিং চলা অবস্থাতেই সিনেমা ছাড়তে হয়েছে পরিচালক সাজিদ খানকে। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন র‍্যাচেল হোয়াইট, সালোনি চোপড়া, এক সাংবাদিকসহ আরও কয়েকজন নারী। একই সিনেমার অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের অভিযোগ করায় তিনিও থাকছেন না জনপ্রিয় এই […]
Sajid Khan & Farhad Samji