নানা পাটেকরের পরিবর্তে অনিল

admin

নানা পাটেকরের পরিবর্তে অনিল?

বলিউডে জোরালোভাবেই চলছে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন। অভিনেতা নানা পাটেকরের পর ‘হাউসফুল-ফোর’ সিনেমার পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এরপর ‘হাউসফুল-ফোর’ সিনেমা থেকে সরে দাঁড়ান পরিচালক সাজিদ খান। এ পরিচালক সরে যাওয়ার পর সিনেমাটি থেকে সরে যান অভিনেতা নানা পাটেকরও।
এদিকে নানা পাটেকর সরে দাঁড়ানোর পর তার চরিত্রের জন্য নতুন করে অভিনেতা খুঁজছেন সিনেমা সংশ্লিষ্টরা। চরিত্রটির জন্য সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের কথা বিবেচনা করেন। কিন্তু সঞ্জয় দত্তের শিডিউল না থাকার কারণে অনিল কাপুরকেই চূড়ান্ত করার কথা ভাবছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
‘হাউসফুল-ফোর’ সিনেমায় একজন গজল শিল্পীর চরিত্রে দেখা যেত নানা পাটেকরকে। সিনেমাটির শুটিংয়ে অংশও নিয়েছেন এ অভিনেতা। এমনকি তার অংশের শুটিং শেষও করেছেন তিনি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানান, পুনরায় নানা পাটেকরের অংশের শুটিং শুরু করবেন। ছয় দিন তার অংশের শুটিং হবে।
‘হাউসফুল-ফোর’ সিনেমায় অভিনয় করছেন অক্ষয় কুমার। কিন্তু পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠার পর গত শুক্রবার অক্ষয় কুমার সিনেমার শুটিং বন্ধের সিদ্ধান্ত নেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, ‘‘আমি দেশে ফেরার পর সব খবর পড়লাম। এটি খুবই হতাশাজনক। পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত ‘হাউসফুল-ফোর’ সিনেমার প্রযোজককে শুটিং বাতিলের অনুরোধ করেছি। আমি কোনো দোষী ব্যক্তির সঙ্গে কাজ করব না। যারা হেনস্তার শিকার হয়েছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনে প্রাপ্য ন্যায়বিচার করা উচিৎ।’’
তথ্যসূত্র : টুইটার, রাইজিংবিডি : ১৫ অক্টোবর ২০১৮

Share us
Next Post

সেই লোকের মুখে ঘুষি মারব : সাইফ

‘সেই লোকের মুখে ঘুষি মারব’ হলিউডের পর ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের ঝড় বইছে বলিউডে। কিছু দিন আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শুটিং সেটে হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর পরিচালক সাজিদ খান, সুভাষ ঘাই, অভিনেতা অলোক নাথসহ খ্যাতনাম অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ অন্দোলনে অভিযোগকারীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় […]
Saif Ali Khan, Sara Ali Khan & Kareena Kapoor