‘মি টু’ আন্দোলন : মুখ খুললেন লতা মুঙ্গেশকর

admin

‘মি টু’ আন্দোলন : মুখ খুললেন লতা মুঙ্গেশকর

নারীদের যৌন হয়রানির প্রতিবাদে শুরু হওয়া হ্যাশট্যাগ ‘মি টু’ (#me too) আন্দোলন নিয়ে বিশ্বের দেশে দেশে চলছে তোলপাড়। অনেকেই এই আন্দোলনে যোগ দিয়েছেন, সমর্থন জানিয়ে কথা বলছেন। এবার এনিয়ে মুখ খুলেছেন শিল্পী লতা মুঙ্গেশকরও।
উপমহাদেশের এই প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী মনে করেন, প্রত্যেক নারীকেই সম্মান জানানো উচিত। এটি তার জন্মগত অধিকার। তিনি জানিয়েছেন, যদি তার সঙ্গে কখনও যৌন হযরানির ঘটনা ঘটত, তবে অপরাধী কোনোদিন পার পেতেন না। তার মতে, একজন চাকরিজীবী নারীকে অবশ্যই সম্মান জানানো উচিত। তাকে প্রাপ্য স্থান দেয়া প্রয়োজন। যদি কেউ কোনো নারীকে অপমান করেন, তার উচিত সেই ব্যাক্তিকে সবক শেখানো। এ সময় নিজের বায়োগ্রাফি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আত্মজীবনীতে সব কথা লেখা যায় না। সব মানুষ আত্মজীবনীতে সত্যি কথা জানাতে পারেন না। কারণ এর সঙ্গে অন্য মানুষের জীবনও জড়িয়ে থাকে। মিথ্যা বলা হলে পাঠকদের ঠকানো হয়। আমি তা করতে চাই না।
তথ্যসূত্র : জাগোনিউজ২৪, ১৬ অক্টোবর ২০১৮

Share us
Next Post

চিত্রাঙ্গদাকে শাড়ি খুলতে বলছিলেন পরিচালক : পাশেই ছিলেন নওয়াজউদ্দিন

চিত্রাঙ্গদাকে শাড়ি খুলতে বলছিলেন পরিচালক, পাশেই ছিলেন নওয়াজউদ্দিন বলিউড অভিনেত্রী চিত্রঙ্গদাকে শাড়ি খোলার জন্য চাপ প্রয়োগ করছিলেন পরিচালক। প্রতিবাদ করা তো দূরের কথা পাশে বসে হা করে এসব দৃশ্য দেখেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তনুশ্রী দত্তের মতোই খারাপ অভিজ্ঞতা হয়েছিল চিত্রাঙ্গদা সিংহের। ২০১৬ সালে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার শুটিং সেটের ঘটনা শেয়ার […]
Chitrangada Singh, Nawazuddin Siddiqui & Kushan Nandy