মিটু সমর্থন করি, কিন্তু নারীদের তা অপব্যবহার করা উচিত না : রজনীকান্ত

admin

মিটু আন্দোলনের পাশে থাকলেও, নারীদের অপব্যবহার করতে সতর্ক করলেন রজনীকান্ত

রজনীকান্তকে প্রখ্যাত তামিল ছবির গীতিকার ভাইরামুথুর বিরুদ্ধে প্লেব্যাক গায়িকা চিন্ময়ী শ্রীপাদাসহ বিভিন্ন নারীর পক্ষ থেকে ওঠা যৌন নির্যাতন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি জানান, মিটু-এর যথাযথ ব্যবহার হওয়া উচিত।
অভিনেতা-রাজনীতিবিদ রজনীকান্ত আজ দেশজুড়ে ঝড় তোলা #মিটু আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন। কিন্তু পাশাপাশি সতর্ক করলেন নারীদের। #মিটু নিঃসন্দেহে একটা দারুণ আন্দোলন, কিন্তু নারীদের এর অপব্যবহার করা উচিত নয়। মিটু-র যথাযথ ব্যবহার হওয়া উচিত। আসন্ন ছবির শুটিং শেষে বেনারস থেকে তামিলনাড়ু ফেরার পথে এ-কথা জানান অভিনেতা।
রজনীকান্তকে ভাইরামুথুর বিরুদ্ধে প্লেব্যাক গায়িকা চিন্ময়ী শ্রীপাদাসহ বিভিন্ন মহিলার পক্ষ থেকে ওঠা যৌন নির্যাতন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ভাইরামুথু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং আইন মেনে চলার সম্মতি জানিয়েছেন। একটা গান প্রকাশের অনুষ্ঠানে ভাইরামুথুর সঙ্গে সুইজারল্যান্ডে থাকাকালীন চিন্ময়ীকে যৌন নির্যাতন করেছেন ভাইরামুথু- এ-কথা জানা গেছে। চিন্ময়ী জানান, হোটেলের ঘরে ভাইরামুথুর সঙ্গে কয়েক ঘন্টা কাটানোর জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি অসম্মত হলে তাঁর মায়ের সঙ্গে তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
ভাইরামুথু সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং টুইট করে জানান, দেশজুড়ে বিখ্যাত মানুষদের বিরুদ্ধে মানহানিকর কথা রটানো একটা কালচারে পরিণত হয়েছে। সম্প্রতি আমাকেও উদ্দেশ্যপ্রবণভাবেই অসম্মান করার চেষ্টা করা হয়েছে এবং এটাও তারই অঙ্গ। আমি মিথ্যাকে কখনই প্রশ্রয় দেবো না। আসল সত্যিটা সময় বলবে।
উল্লেখ্য, নানা পাটেকরের বিরুদ্ধে এক যুগ আগের একটা যৌন নির্যাতনের ঘটনাকে সামনে এনে ভারতে মিটু আন্দোলন শুরু করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বহু অভিনেত্রী ও শিল্পীরা অলোক নাথ, কৈলাস খের, রজত কাপুর ইত্যাদি বিখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে নিজেদের #মিটু কাহিনী শেয়ার করেছেন।
তথ্যসূত্র : টুইটার, এনডিটিভি, ২০ অক্টোবর ২০১৮

Share us
Next Post

ইন্ডিয়ান আইডল থেকে সরিয়ে দেয়া হলো অনু মালিককে

ইন্ডিয়ান আইডলের জুরি প্যানেলে থেকে সরিয়ে দেয়া হলো অনু মালিককে যৌন হয়রানির অভিযোগে ইন্ডিয়ান আইডলের জুরি প্যানেল থেকে অনু মালিককে সরিয়ে দেয়া হয়েছে। হ্যাশট্যাগ-মিটু বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়েলিটি শো কর্তৃপক্ষ। ফলে জনপ্রিয় এই অনুষ্ঠানের বিচারকের আসনে আর দেখা যাবে না তাকে। বলিউডের জনপ্রিয় এই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে যৌন […]
Anu Malik