অনুমতিপত্র নিয়েই ধর্ষণের দৃশ্য শুট করেছেন দলিপ

admin

মিটু আন্দোলনের জেরে জেরবার গোটা বলিউড। অভিযোগের তীর পরিচালক, অভিনেতা থেকে শুরু করে সুরকার, প্রযোজকের দিকে। আর এই আন্দোলনের জেরে এক অভিনেতা ধর্ষণের দৃশ্যে আভিনয় করার আগে শর্ত দিয়েছেন। যে অভিনেত্রীর সঙ্গে ধর্ষণের দৃশ্যে তিনি অভিনয় করবেন সেই অভিনেত্রীর লিখিত অনুমতি পত্র চাই। এই অভিনেতা হলেন বলিউডের ভিলেন চরিত্রের পরিচিত অভিনেতা দলিপ তাহিল্।

অভিনেত্রীর অনুমতিপত্র নিয়েই ধর্ষণের দৃশ্য শুট করেছেন দলিপ

‘বাজিগর’ ছবিতে মদন চোপড়ার চরিত্রে দলিপ ফাটাফাটি অভিনয় করেছিলেন। পরিচালক সুধীর মিশ্রের একটি ছবিতে তিনি অভিনয় করছেন। সম্প্রতি দলিপ নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুধীর মিশ্রের ছবিতে একটি ধর্ষণের দৃশ্য শুট করতে আপত্তি জানান তিনি।
তবে তিনি বলেছেন, দৃশ্যটি শুট করতে তিনি রাজি, তবে শর্ত রয়েছে তার। তিনি পরিচালককে বলেছেন, যেই অভিনেত্রীর সঙ্গে ধর্ষণের দৃশ্য শুট হবে তার অনুমতি ছাড়া কিছুতেই সেই দৃশ্য শুট করবেন না। অভিনেত্রীর অনুমতিপত্র পেয়ে তবেই তিনি সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছেন। তবে লিখিত অনুমতিতে থেমে থাকেননি তিনি। ভিস্যুয়াল প্রমাণও নিয়ে রেখেছেন। সোজাকথায় কোনো ঝুঁকি নিতে চাননি অভিনেতা। দৃশ্যটি শুট করার পর অভিনেত্রীর বক্তব্য রেকর্ড করিয়েছেন তিনি। অভিনেত্রী বলেছেন যে, দলিপের সঙ্গে ধর্ষণের দৃশ্য শুট করতে গিয়ে কোনোভাবেই অপ্রস্তুত হতে হয়নি তাকে। অর্থাৎ শুটিংয়ের বাহানায় তার যৌন হেনস্তা করেননি দলিপ। মিটু আন্দোলনের জেরেই এই সতর্কতা বলে অনেকে মনে করছেন। তবে ইন্ডাস্ট্রি সুত্রে জানা গেছে, পুরনো একটি ঘটনার জেরেই এই সতর্কতা। বহু বছর আগে অভিনেত্রী জয়া প্রদার সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন তিনি। ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্য শুট করতে গিয়ে জয়াকে এমন ভাবে চেপে ধরেছিলেন দলিপ, যে তাকে ছাড়ানো জয়ার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। অভিনয় থেকে উঠে সোজা সকলের সামনে দলিপকে থাপ্পড় মেরেছিলেন জয়া। সেই ঘটনার কথা মনে রেখেই দলিপ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকেই মনে করছেন।
তথ্যসূত্র : মানবজমিন, ২২ অক্টোবর ২০১৮

Share us
Next Post

নন্দিতা দাস ও মল্লিকা দুয়ার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ভারতে বয়ে যাচ্ছে ‘মি টু’ ঝড়। একের পর এক অভিযোগের তীর ছোড়া হচ্ছে দামিদামি ব্যক্তির বিরুদ্ধে। এ তালিকায় এবার যুক্ত হয়েছে নারী অধিকার আন্দোলনে সরব কারও কারও বাবার নাম। না-চাইলেও সেই বিতর্কের ঝড়ে পড়ে যাচ্ছেন তাদের মেয়েরাও। তাদের বাবাদের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ নন্দিতা দাস ও মল্লিকা দুয়া তেমনই দুজন। […]
Nandita Das, Mallika Dua, Jatin Das & Vinod Dua