১০ কোটির পর ৫০ কোটির মামলা

admin

১০ কোটির পর ৫০ কোটির মামলা?

এত দিন লড়াইটা ছিল তনুশ্রী দত্ত বনাম নানা পাটেকারের। এখন যেন লড়াই শুরু হয়েছে তনুশ্রী দত্ত বনাম রাখী সাওয়ান্তের। তাঁদের লড়াই বেশ জমে উঠেছে। কেউই ছাড়ার পাত্রী নন। গতকাল সোমবার ‘আইটেম গার্ল’ রাখী সাওয়ান্তের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তনুশ্রী দত্ত। মানহানি করার জন্য রাখীর কাছ থেকে তিনি ১০ কোটি রুপি দাবি করেছেন। এবার তনুশ্রীর বিরুদ্ধে তোপ দাগালেন রাখী। তিনি তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানির মামলা করার হুমকি দিয়েছেন।
নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে তনুশ্রী বিটাউনে রীতিমতো হইচই ফেলে দেন। বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়েছেন। তবে রাখী সাওয়ান্ত নানা পাটেকারের পক্ষ নেন। আর তনুশ্রীকে তিনি নানা আপত্তিকর মন্তব্য করে আক্রমণ করেন। এমনকি রাখী অভিযোগ করেন, তনুশ্রী মাদক সেবন করেন। রাখীর এই আপত্তিকর মন্তব্য মোটেও হজম করতে পারেননি তনুশ্রী। তাই রাখীর বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। এদিকে রাখীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তনুশ্রীর এই আক্রমণের জবাব দিতে তিনি এবার পাল্টা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
তনুশ্রীর এই মানহানি মামলার জবাবে রাখী সাওয়ান্ত বলেছেন, নানা পাটেকার আর রাজ থাকরে তনুশ্রীকে পাত্তা দিচ্ছেন না, তাই এবার তাঁকে নিশানা করেছেন তনুশ্রী। বলিউডের এই ‘আইটেম গার্ল’ আরও বলেন, ‘সংবাদমাধ্যম এবং নানা বিতর্কের পর এবার আদালতে খেলতে চলেছে তনুশ্রী। আদালতে আমিও তনুশ্রীকে উচিত জবাব দেব। আদালতের দরজা সবার জন্য খোলা। তনুশ্রী ১০ কোটি রুপির মানহানির মামলা করেছে, তাতে কী! আমিও তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানিহানির মামলা করব।’
গণেশ আচার্য, রাজ থাকরেসহ একাধিক ব্যক্তির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন তনুশ্রী দত্ত। তাই রাখী সাওয়ান্ত বলেন, ‘তাঁরাও তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা করতে পারেন।’ ‘#মি টু’ আন্দোলন নিয়ে রাখী বলেন, ‘এই আন্দোলন ভুল পথে যাচ্ছে। কিছু মহিলা তাঁদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য এই প্রচারণাকে অন্যায়ভাবে ব্যবহার করছেন।’
এদিকে রাখীর আক্রমণের জবাব দিতে গিয়ে তনুশ্রী দত্ত বলেছেন, ‘১০ কোটি রুপির মামলার জন্য প্রথমে আদালতে ১০ লাখ রুপি জমা করতে হয়। রাখী যদি ৫০ কোটি রুপির মামলা করে, তাহলে তাঁকে আদালতে ৫০ লাখ রুপি জমা দিতে হবে!’
তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা পাটেকার তাঁকে যৌন হেনস্তা করেছেন। বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে এই অভিযোগ আসার পর বিটাউনে রীতিমতো ঝড় বয়ে যায়। আর এই ঝড় এখনো বয়ে চলেছে। তবে নানা পাটেকারের পাশে দাঁড়িয়েছেন রাখী সাওয়ান্ত। রাখীর বক্তব্য, তনুশ্রী নানা পাটেকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। কারণ তিনি এই ঘটনার সাক্ষী। সেদিনের সেই ঘটনা ব্যাখ্যা করে রাখী বলেছেন, ‘তনুশ্রী মাদক সেবন করে নিজের ভ্যানে পড়েছিল। একাধিকবার ডাকাডাকির পরও ও দরজা খোলেনি। গণেশ আচার্য এবং নানা পাটেকার আমাকে ফোন করে ডেকে পাঠান। তাঁদের কথামতো আমি তনুশ্রীর পরিবর্তে আইটেম ড্যান্স করেছি। তনুশ্রী কিছুটা অংশ শুট করে নিজের ভ্যানে গিয়ে দরজা বন্ধ করেছিল। পরে আমি ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসারের থেকে আসল কারণ জানতে পারি। তনুশ্রী ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। চার ঘণ্টা পর ওর নেশার ঘোর কাটে।’
তথ্যসূত্র : প্রথম আলো, ২৩ অক্টোবর ২০১৮

Share us
Next Post

যৌন হেনস্তার শিকার নারীদের পাশে থাকবেন তাপসী

তাপসী পাশে থাকবেন যৌন হেনস্তার বিরুদ্ধে দাঁড়াতে এবার একটি কমিটি করল ভারতীয় সংগঠন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিনটা)। সেখানে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নেওয়া হয়েছে অভিনেত্রী তাপসী পান্নুকে। এই কমিটির হয়ে যৌন হেনস্তার শিকার নারীদের পাশে থাকবেন তিনি। পাশাপাশি যৌন হেনস্তাকারীদের বিপক্ষে আওয়াজ তুলবেন পিংক ছবিতে অভিনয় করা এই […]
Taapsee Pannu