ধর্ষণ থেকে বাঁচতে এ কেমন উপায় বার করলেন রাখি?

admin

ধর্ষণ থেকে বাঁচতে এ কেমন উপায় বার করলেন রাখি?

সমালোচনা আর রাখি সাওয়ান্ত- একে-অপরের যেন পরমাত্মীয়। সমালোচনায় না থাকলে বুঝি ঠিকমতো ঘুমাতে পারেন না এই বলিউড তারকা। একেকবার একেক রকম মন্তব্য আর কার্যক্রমে তিনি উত্তেজনা ছড়িয়ে সমালোচনার মুখে পড়েন। সেগুলো বেশ উপভোগও করেন।
সম্প্রতি ‘মি টু’ নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্যের শেষ নেই। একের পর এক নানা রকমের কথা বলেছেন তিনি। অনেকে তাকে সমালোচনা করলেও সেসব গায়েই মাখেন না রাখি। কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিই পছন্দ করেন। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের তনুশ্রীকে সমকামী বলে শিরোনামে রাখি।
এবার ভিডিও বার্তায় ধর্ষণ থেকে বাঁচার পরামর্শ দিয়ে বলিউডে উত্তেজনা ছড়িয়েছেন এই মডেল। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ভিডিও আপলোড করেছেন সম্প্রতি। সেখানে তিনি জানিয়েছেন, কোমরে মোটা চেইন দিয়ে একটি বড়ো তালা লাগিয়ে রাখলে ধর্ষণ থেকে সহজেই বাঁচা যাবে। ভিডিওতে তিনি নিজেও হাজির হয়েছেন কোমরে তালা নিয়ে। তার মতে, এই তালাই নাকি সকল নারীদের রক্ষা করবে। আর কেউ ধর্ষণ হবে না।
রাখি সেই চেইন দিয়ে আটকানো তালা পরে নেচেওছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার ধিক্কারে নেমে এসেছে সাইবার দুনিয়া। তাদের কথায়, রাখি নারী হিসেবে একজন কলঙ্ক। তার নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে লজ্জ্বা হওয়া উচিত।
এক নারী লিখেছেন, ‘এই রাখি সাওয়ান্তই কথায় কথায় নারীদের সমর্থন করার কথা বলে। এদিকে নিজে তনুশ্রীকে নিয়ে যা নয় তাই বলছে। আর এখন এই ভিডিও। ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মজা করছে সে।’
আরও একজন লিখেছেন, ‘রাখির ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। যত দিন যাচ্ছে তত অশ্লীল কাজকর্ম করছে সে। তাকে থামানো উচিত।’
তথ্যসূত্র : ইনস্টাগ্রাম, জাগোনিউজ২৪ : ২৮ অক্টোবর ২০১৮

Share us
Next Post

অভিনেত্রীর বুকে হাত দিয়ে যৌন হেনস্তা

#মিটু আন্দোলনের জেরে টালমাটাল বলিউড অঙ্গন। আন্দোলনের ক্যাম্পেইনের অংশ হিসেবে ধীরে ধীরে মুখ খুলছেন বলিউডের অভিনেত্রী ও নারী তারকারা। অভিযোগ উঠেছে অমিতাভ বচ্চন, সুভাষ ঘাই, বিকাশ বাহাল, নানা পাটেকার, হৃত্বিক রোশন ও সালমান খানের মতো তারকাদের বিরুদ্ধেও। অভিনেত্রীর বুকে হাত দিয়ে যৌন হেনস্তা! তবে এবার নিগ্রহ হওয়ার এক চাঞ্চল্যকর তথ্যের […]
Sonal Vengurlekar & Raja Bajaj