মেয়ের বয়সীদেরও ছাড়েন না অনু মালিক : আলিশা

admin

‘মেয়ের বয়সীদেরও ছাড়েন না অনু মালিক’

ভারতীয় সঙ্গীতশিল্পী অনু মালিকের বিরুদ্ধে একের পরে এক যৌন হেনস্থার অভিযোগ উঠছে। দুই গায়িকা সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিতের অভিযোগের পর এবার আরও দুই অজ্ঞাতপরিচয় নারী তার বিরুদ্ধে অভিযোগ তুললেন। তার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন আলিশা চিনায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আলিশা জানিয়েছেন অনু মালিকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সত্যি। তিনি এও জানান, অভিযোগকারী সকল নারীদের পাশেও আছেন তিনি।
১৯৯০ সালে আলিশা অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এই প্রসঙ্গে গায়িকা বলেন, ‘আমি সেই সময়ে একা লড়েছিলাম। ও বার বার আমার কাছে ক্ষমা চেয়েছিল আমি ক্ষমা করে এগিয়ে গিয়েছিলাম।’
এখানেই অভিযোগের শেষ নয়। আলিশার অভিযোগ, অনু মালিক নিজের মেয়ের বয়সী মহিলাদের সঙ্গেও এমন ব্যবহার করেন। তার কথায়, অনু মালিকের দুই মেয়ে রয়েছে, আর তাদের বয়সী মেয়েদের সঙ্গেই এমন কাণ্ড ঘটান তিনি।
তবে এ অভিযোগ অনু মালিক এখনও স্বীকার করেননি। এর মধ্যে এ ধরনের অভিযোগের পর ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারকের আসন থেকে বাদ পড়েছেন অনু মালিক। তার পরিবর্তে সেখানে দেখা যাবে সেলিম সুলেমানকে।
তথ্যসূত্র : জাগোনিউজ২৪, ২৪ অক্টোবর ২০১৮

Share us
Next Post

অভিনেত্রীদের অনুমতি পেলেই হবে ধর্ষণের শুটিং : দলিপ তাহিল

অভিনেত্রীদের অনুমতি পেলেই হবে ধর্ষণের শুটিং বলিউড কাঁপছে #মি টু ঝড়ে। ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। তনুশ্রী দত্তের হাত ধরেই এই ক্যাম্পেইন প্রবেশ করল ভারতে। বলিউডের সঙ্গে যুক্ত নারীদের পাশাপাশি সাধারন নারীরাও মুখ খুলতে শুরু করেছেন। অমিতাভ বচ্চন, সালমান খান, সাজিদ খান, সুভাষ ঘাই, অনু মালিক, অলোক নাথের […]
Dalip Tahil