‘হাউসফুল-৪’ ছবির সেটে শ্লীলতাহানি

admin

‘হাউসফুল-৪’ ছবির সেটে শ্লীলতাহানি!

#মিটু আন্দোলনের জেরে টালমাটাল অবস্থা বলিউডের। তবে তাতে সবচেয়ে খারাপ অবস্থা বোধহয় ‘হাউসফুল-৪’ ছবির। যৌন নিগ্রহের জেরে আগেই পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন সাজিদ খান। তনুশ্রী দত্ত অভিযোগ আনার পর সরতে হয়েছে নানা পাটেকারকেও। তবে বিতর্ক থামেনি সেখানে। ছবির শুটিং চলাকালীন তার শ্লীলতাহানি করা হয়েছে বলে এবার অভিযোগ আনলেন এক তরুণী জুনিয়র আর্টিস্ট।
ভারতীয় পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের সময় ঘটনাস্থলে হাজির এক ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন ওই আর্টিস্ট।
পেশায় নৃত্যশিল্পী ওই তরুণী জানিয়েছেন, মুম্বাইয়ের চিত্রকূট ময়দানে একটি দৃশ্যের শুটিং চলছিল। ছবির দুই মুখ্য অভিনেতা অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ হাজির ছিলেন সেখানে। মাঝে ৫-১০ মিনিটের চা বিরতিতে সহশিল্পীদের সঙ্গে একপাশে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন তিনি। সেইসময় সহকর্মী আমির এসে তার পাশে বসে। এ সময় সংগঠনের আরেক নৃত্যশিল্পী সাগরও এসে যায়। তার সঙ্গে আরও চারজন লোক ছিল।
তিনি বলেন, ‘আচমকাই আমিরকে ধরে টানাহ্যাঁচড়া শুরু করে তারা। একজনের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে বলে জোর করতে শুরু করে। সেই নিয়ে বচসা শুরু হলে আমি মধ্যস্থতা করতে এগিয়ে যাই। কিন্তু উল্টো আমার ওপরই চড়াও হয় তাদের মধ্যে পবন নামের একটি ছেলে। আমাকে পাঁজকোলা করে তুলে নেয়। অশ্লীল আচরণ শুরু করে।’
ওই নৃত্যশিল্পী আরও বলেন, ‘সেই সময় আমি চিৎকার করে উঠি। যা শুনে শুটিংয়ের লোকজন সেখানে ছুটে আসে। অক্ষয়কুমার এবং রিতেশ দেশমুখও আসেন। আমাকে থানায় যাওয়ার পরামর্শ দেন অক্ষয়। সকলকে সেখানে দেখে ঘাবড়ে যায় পবন। সেট ছেড়ে পালিয়ে যায় সে।’
এ বিষয়ে ছবির এক্সিকিউটিভ প্রডিউসার মনোজ মিত্র সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে শুটিং চলাকালীন তা ঘটেনি। শুটিং শেষ হওয়ার পর ঝামেলা বেঁধেছিল। পুরোটাই ওদের ব্যক্তিগত ঝামেলা। ছবির সঙ্গে কোনো যোগ নেই। অক্ষয় এবং রিতেশের প্যাক আপ হয়ে গিয়েছিল ঢের আগেই। ওদের সেখানে হাজির থাকার প্রশ্নই ওঠে না।’
শুটিং শেষ হওয়ার পরই ঝামেলা বেঁধেছিল বলে দাবি করেছেন ছবির নৃত্যশিল্পীদের প্রধান রমন দাভ। যদিও সেইসময় তিনি ঘটনাস্থলে হাজির ছিলেন না। সেট অ্যাটেন্ড্যান্ট স্যান্ড্রার কাছ থেকে নাকি জানতে পেরেছিলেন বিষয়টি।
তার দাবি, বহিরাগত এক ব্যক্তির সঙ্গে ঝামেলা বেঁধেছিল পবনের। সংবাদমাধ্যমে ঘটনাটির ভুল ব্যাখ্যা করা হয়েছে।
তথ্যসূত্র : আনন্দবাজার, জাগোনিউজ২৪, ২৮ অক্টোবর ২০১৮

Share us
Next Post

ধর্ষণ থেকে বাঁচতে এ কেমন উপায় বার করলেন রাখি?

ধর্ষণ থেকে বাঁচতে এ কেমন উপায় বার করলেন রাখি? সমালোচনা আর রাখি সাওয়ান্ত- একে-অপরের যেন পরমাত্মীয়। সমালোচনায় না থাকলে বুঝি ঠিকমতো ঘুমাতে পারেন না এই বলিউড তারকা। একেকবার একেক রকম মন্তব্য আর কার্যক্রমে তিনি উত্তেজনা ছড়িয়ে সমালোচনার মুখে পড়েন। সেগুলো বেশ উপভোগও করেন। সম্প্রতি ‘মি টু’ নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্যের […]
Rakhi Sawant