হৃতিক আমার একমাত্র ক্রাশ : সোনাক্ষী

admin

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত দাবাং সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এতে রাজ্জো চরিত্রে সালমান খানের বিপরীতে অভিনয় করেন এ অভিনেত্রী।

হৃতিক আমার একমাত্র ক্রাশ : সোনাক্ষী

বলিউড অভিনয় ক্যারিয়ারে অনেক অভিনেতার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন সোনাক্ষী। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে তার একমাত্র ক্রাশ হৃতিক রোশান। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সোনাক্ষী। এ অভিনেত্রী বলেন, ‘বলিউড অভিনেতাদের মধ্যে এখন পর্যন্ত হৃতিক রোশানই আমার একমাত্র ক্রাশ কারণ কাহো না পেয়ার হ্যায় সিনেমা।’ তার মতে একজন আদর্শ পুরুষের কী গুণ থাকা উচিৎ জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কেউ যে আমাকে নিজের মতো থাকতে দিবে এবং আমাকে ছোট করার চেষ্টা করবে না।’
সোনাক্ষী সিনহা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হ্যাপি ফির ভাগ যায়েগি। এতে আরো অভিনয় করেছেন জিমি শেরগিল ও ডায়ানা পেন্টি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা কলঙ্ক। করন জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক বর্মণ। এতে আরো অভিনয় করছেন-সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর প্রমুখ।
তথ্যসূত্র : রাইজিংবিডি, ১ নভেম্বর ২০১৮

Share us
Next Post

তনুশ্রীর বিরুদ্ধে ২৫ পয়সার মানহানির মামলা রাখির

অনেক রকম মামলার কথাই শুনেছেন। কিন্তু এই প্রথম ২৫ পয়সার মানহানি মামলার কথা শোনা গেল। আর এই ২৫ পয়সার মানহানির মামলা যিনি করেছেন, তিনি আর কেউ নন। তিনি হলেন বলিউডের ‘বিতর্কিত’ অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তনুশ্রী দত্তের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছেন তিনি। তনুশ্রীর বিরুদ্ধে ২৫ পয়সার মানহানির মামলা রাখির রাখি […]
Tanushree Dutta & Rakhi Sawant