পূর্ণিমা
বাংলাদেশের চলচ্চিত্রের হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। অভিনয় দক্ষতা দেখিয়ে বহু আগেই জয় করেছেন ভক্তদের হৃদয়।
জন্ম
পূর্ণিমার জন্ম ১৯৮১ সালের ১১ জুলাই। পৈতৃক নিবাস চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও, জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমার পূর্ব নাম : দিলারা হানিফ। ডাক নাম : রীতা।
অভিনয়
পূর্ণিমা ‘মনের মাঝে তুমি’(২০০৩), মেঘের পরে মেঘ (২০০৪), ‘হৃদয়ের কথা’ (২০০৬), ‘সুভা’, ‘শাস্তি’, আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮), ‘আমার স্বপ্ন আমার সংসার’সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন তিনি।
পূর্ণিমাকে মডেলিং ও টিভি নাটকেও মাঝেমধ্যে দেখা যায় তাকে।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে তার আবির্ভাব।
নায়ক চরিত্রে ছিলেন রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। তাদের একসঙ্গে অভিনীত সিনেমার সংখ্যা ২৫।
পুরস্কার
পূর্ণিমা কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’র জন্য ২০১০ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
বিয়ে
২০০৭ সালের ৪ নভেম্বরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
স্বামী : আহমেদ জামাল ফাহাদ।
বিয়ের ৭ বছর পর ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন তিনি।
মেয়ের নাম : আরশিয়া উমাইজা।
-রঙিন দুনিয়া
Purnima
Full name : Dilara Hanif Purnima
Native name : পূর্ণিমা
Born : 1981, Chittagong, Bangladesh
Residence : Dhaka
Nationality : Bangladeshi
Occupation : Actress, model
Years active : 1997–present
Notable work : Moner Majhe Tumi, Shasti, Shuva, Hridoyer Kotha, Akash Chhoa Bhalobasa, Judge Barrister Police Commissioner
Spouse(s) : Ahmed Fahad Jamal (m. 2007)
Children : Arshia Umaiza[1]
Parent(s) : Mohammad Hanif and Sufia Begum
Awards : National Film Awards
Dilara Hanif Purnima is a Bangladeshi film actress. Her debut film was E Jibon Tomar Amar (1997).
She was discovered by director Zakir Hossain.
Career
This section relies largely or entirely on a single source.
Relevant discussion may be found on the talk page.
Please help improve this article by introducing citations to additional sources.
Purnima made her film debut with E Jibon Tomar Amar in 1997 when she was in junior school. She acted with Riaz in Moner Majhe Tumi in 2003.
She also acted in Megher Por Megh (2004) based on Bangladesh liberation war director by Chashi Nazrul Islam.
She acted in Shuva, a story based on Rabindranath Tagore’s short story “Shuvashini”.Shasti (2004) is based on the same story, for which she received critical acclaim.
In another movie, Shubha (2006), she played a mute girl. Her other notable commercial successes are Hridoyer Kotha 2006 and Akash Chhoa Bhalobasa (2008) and Poran Jaye Jolia Re (2010).
She has won Bangladesh National Film Award 2010 for this movie, Matir Thikana in (2011), I love you (2012) and Judge Barrister Police Commissioner (2013).
Personal life
Her father is Mohammad Hanif and mother Sufia Begum. Her sisters are Rekha and Dilruba Hanif.
She married Ahmed Fahad Jamal, a businessman, on 4 November 2007.
They have one daughter. They named her Arshia Umaija.
Source: wikipedia