সালমান শাহ

admin

সালমান শাহ

অসাধারণ অভিনয়গুণের সুদর্শন নায়ক সালমান শাহ

বাংলা চলচ্চিত্রে তিনি ভীষণ জনপ্রিয় অভিনেতা, বিশেষ করে বাংলাদেশে। অভিনয়ের পাশাপাশি তিনি মডেল হিসেবেও প্রচুর সুনাম কুড়িয়েছেন।

পুরো নাম : শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ হিসেবেই পরিচিত।

জন্ম

জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, সিলেট জেলার জকিগঞ্জ।

পিতা-মাতা

পিতা : কমর উদ্দিন চৌধুরী ও মাতা : নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে।

পড়াশুনা

সালমান শাহ পড়াশুনা করেছেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৮৭ সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন।

পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাস করেন।

বিয়ে

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট তাঁর খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে তাঁর পোশাক পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেন।

অভিনয়

সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয় শুরু করেন।

পরে দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফিরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫), স্বপ্নের পৃথিবী (১৯৯৬) নাটকে অভিনয় করেন।

নয়ন নাটকটি ১৯৯৫ সালে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে।

এ ছাড়া তিনি ১৯৯০ সালে মঈনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও ১৯৯৪ সালে ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

সালমান শাহ ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় নায়ক চরিত্রে চলচ্চিত্রে তার প্রথম অভিনয়।

একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনেরও অভিষেক হয়।

নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক সাড়া জাগান। ২৭টি চলচ্চিত্র অভিনয় করেছেন এবং এর সবকয়টিই ছিল ব্যবসাসফল।

মৃত্যু

মৃত্যু : ৬ সেপ্টেম্বর ১৯৯৬, ২৪ বছর বয়সে। রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, তার মৃত্যু নিয়ে রহস্য এখনো কাটেনি।

অনেকেই সালমান শাহ-এর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন,

এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি।

তা ছাড়া মামলার সর্বশেষ তথ্য জানাও সম্ভব হয়নি।

তথ্যসূত্র : উইকিপিডিয়া ও রঙিন দুনিয়া

ইংরেজিতে [English] পড়তে ক্লিক করুন Salman Shah

Share us
Next Post

Salman Shah

Salman Shah   Salman Shah : Shahriar Chowdhury Emon known by his stage name Salman Shah; 19 September 1971 – 6 September 1996 Shah was born as on 19 September 1971 in Sylhet, Bangladesh. Career was a Bangladeshi film and television actor. started his career with the first episode of […]
Salman Shah