একনজরে শুভশ্রী গাঙ্গুলী
শুভশ্রী গাঙ্গুলী
জন্ম : ৩ নভেম্বর ১৯৮৯
জন্মস্থান : বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
বাসস্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তা : ভারত
পেশা : অভিনেত্রী ও মডেল
শুভশ্রী গাঙ্গুলী (গঙ্গোপাধ্যায়) কলকাতা বাংলা সিনেমার (টালিউড) জনপ্রিয় অভিনেত্রী।তিনি একটি ওড়িশা ছবি করেও প্রশংসা পেয়েছিলেন।
এ ছাড়া ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে-র বিজয়ী হয়েছিলেন তিনি।
শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামের একটি ওড়িশা ছবির মাধ্যমে তাঁর প্রথম আবির্ভাব হয়।
পিতৃভূমি ছবিতে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন জিতের বোনের ভূমিকায়।
এ-পর্যন্ত বিশের কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য সিনেমা : মাতে তা লাভ হেলারে (২০০৮, ওড়িয়া), পিতৃভূমি (২০০৭/৮), বাজিমাত (২০০৮), চ্যালেঞ্জ (২০০৯), পরাণ যায় জ্বলিয়া রে (২০০৯), রোমিও (২০১১), খোকাবাবু (২০১২), মেঘ রোদ্দুর (২০১২), খোকা ৪২০ (২০১৩), বস (২০১৩), গেম (২০১৪), আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪), শেষ বলে কিছু নেই, অভিমান (২০১৬), বস ২ (২০১৭), নবাব (২০১৭)।
পুরস্কার : ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে জয়ী, বাজিমাত-এর জন্য আনন্দলোক পুরষ্কার : শ্রেষ্ঠ নারী শিল্পী, চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলি সিনে অ্যাওয়ার্ড (২০১০), খোকা ৪২০ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলাকার অ্যাওয়ার্ড।
তথ্যসূত্র : উইকিপিডিয়া