দর্শকদের চমকে দিবেন পল্লবী

admin

দর্শকদের চমকে দিবেন পল্লবী?

দর্শকদের চমকে দিবেন পল্লবী? ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী।

২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন পল্লবী। তাছাড়া গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত ‘এমসিএ’ সিনেমাটি। এর মাধ্যমে পুনরায় আলোচনায় আসেন তিনি। শুধু তাই নয়, চলচ্চিত্র সমালোচকদের ঢের প্রশংসাও কুড়ান সাই পল্লবী।

এ অভিনেত্রীর নতুন সিনেমা ‘মারি টু’। তামিল ভাষার এ সিনেমায় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন বালাজি মোহন।

এ সিনেমার গানের কয়েকটি স্থিরচিত্র তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশ করেছেন পরিচালক।

এসব ছবিতে দলীয় নাচ পরিবেশন করতে দেখা যায় পল্লবীকে। ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। ভক্তরা ধারণা করছেন, আবারো তাদের চমক দিবেন সাই পল্লবী।

ইতোমধ্যে ‘মারি টু’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটিতে আরো অভিনয় করছেন- কৃষ্ণা, বিদ্যা প্রদীপ, রোবো শঙ্কর প্রমুখ। আগামী বছর ৪ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এছাড়া ‘এনজিকে’ সিনেমাতেও অভিনয় করছেন পল্লবী। তামিল, তেলেগু ভাষায় নির্মিতব্য এ সিনেমায় আরো অভিনয় করছেন- রাকুল প্রীত সিং, সুরিয়া প্রমুখ। তাছাড়াও তেলেগু ভাষার আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী ২১ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

তথ্যসূত্র : রাইজিংবিডি, ৯ নভেম্বর ২০১৮

 

সাঁই পল্লবীর আরো তথ্য :

সাঁই পল্লবী (Sai Pallavi)

স্থানীয় নাম : சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai)

জন্ম : ৯ মে ১৯৯২, কোটাগিরি (Kotagiri), Tamil Nadu, ভারত (India)

জাতীয়তা : ভারতীয় (Indian)

জাতিসত্তা : Badaga

নাগরিকত্ব : India

শিক্ষা প্রতিষ্ঠান : Tbilisi State Medical University, Georgia

পেশা : Doctor, Film actress

আদি শহর : kodagiri

সাঁই পল্লবী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রেমাম চলচ্চিত্রের জন্য তিনি সর্বাধিক পরিচিত- যা ছিল তার প্রথম চলচ্চিত্র। ২০১৬ সালে তিনি ডালকুর সালমানেরর বিপরীতে অভিনয় করেন। তার পরেই তিনি তেলেগু সিনেমা জগতে প্রবেশ করেন।

ব্যক্তিগত জীবন

সাঁই পল্লবী জন্মগ্রহণ করেন কোটাগিরিতে এবং বড় হয়েছেন কোয়েম্বাটুর এ। তিনি তার চিকিৎসা বিষয়ক পড়াশোনা তিবিলিসি স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সম্পন্ন করেন।

কর্মজীবন

একজন প্রশিক্ষিত ড্যান্সার। তিনি বিজয় টিভি প্রচারিত ২০০৮ সালের ডান্স রিয়ালিটি শো উংগালিল ইয়ার আধুতা প্রভু দেবা-তে অংশগ্রহণ করেন। তিনি ইটিভি তেলেগু-এর ড্যান্স রিয়ালিটি শো ধি আল্টিমেট ড্যান্স শো (ডি৪)-তেও অংশগ্রহণ করেন।
তিনি ধাম ধুম চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে কাঙ্গানা রানাওয়াতের সাথে হাজির হন। ২০১৪ সালে ছাত্রাবস্থায় পরিচালক আলফোনসে পুঠারেন তাকে তার নতুন চলচ্চিত্রে প্রেমাম-এর মালার চরিত্রের জন্য নির্বাচিত করেন। তিনি ছুটি চলাকালীন সময়ে শুটিং সম্পন্ন করেন এবং ছুটি শেষে আবারো পড়াশোনায় যোগ দেন। ২০১৪ সালে এক মাসের ছুটি নিয়ে তিনি আবারো তার ২য় চলচ্চিত্র কালিতে অভিনয় করেন- যা ২০১৬ সালের মার্চ মাসে মুক্তি পায়।

অভিনীত চলচ্চিত্র তালিকা

ধাম ধুম (২০০৮), প্রেমাম (২০১৫), কালি (২০১৬), ফিধা (২০১৭), এম সি এ (মিডল ক্লাস এ্যাবাই) (২০১৭)।

পুরস্কার

Asianet Film Awards (2016)

তথ্যসূত্র : উইকিপিডিয়া

Share us
Next Post

সাঁই পল্লবী

সাঁই পল্লবী সাঁই পল্লবী (Sai Pallavi) স্থানীয় নাম : சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai) জন্ম : ৯ মে ১৯৯২, কোটাগিরি (Kotagiri), Tamil Nadu, ভারত (India) জাতীয়তা : ভারতীয় (Indian) জাতিসত্তা : Badaga নাগরিকত্ব : India শিক্ষা প্রতিষ্ঠান : Tbilisi State Medical University, Georgia পেশা : Doctor, Film actress আদি […]
Sai Pallavi