সাঁই পল্লবী
সাঁই পল্লবী (Sai Pallavi)
স্থানীয় নাম : சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai)
জন্ম : ৯ মে ১৯৯২, কোটাগিরি (Kotagiri), Tamil Nadu, ভারত (India)
জাতীয়তা : ভারতীয় (Indian)
জাতিসত্তা : Badaga
নাগরিকত্ব : India
শিক্ষা প্রতিষ্ঠান : Tbilisi State Medical University, Georgia
পেশা : Doctor, Film actress
আদি শহর : kodagiri
সাঁই পল্লবী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রেমাম চলচ্চিত্রের জন্য তিনি সর্বাধিক পরিচিত- যা ছিল তার প্রথম চলচ্চিত্র। ২০১৬ সালে তিনি ডালকুর সালমানেরর বিপরীতে অভিনয় করেন। তার পরেই তিনি তেলেগু সিনেমা জগতে প্রবেশ করেন।
ব্যক্তিগত জীবন
সাঁই পল্লবী জন্মগ্রহণ করেন কোটাগিরিতে এবং বড় হয়েছেন কোয়েম্বাটুর এ। তিনি তার চিকিৎসা বিষয়ক পড়াশোনা তিবিলিসি স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সম্পন্ন করেন।
কর্মজীবন
একজন প্রশিক্ষিত ড্যান্সার। তিনি বিজয় টিভি প্রচারিত ২০০৮ সালের ডান্স রিয়ালিটি শো উংগালিল ইয়ার আধুতা প্রভু দেবা-তে অংশগ্রহণ করেন। তিনি ইটিভি তেলেগু-এর ড্যান্স রিয়ালিটি শো ধি আল্টিমেট ড্যান্স শো (ডি৪)-তেও অংশগ্রহণ করেন।
তিনি ধাম ধুম চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে কাঙ্গানা রানাওয়াতের সাথে হাজির হন। ২০১৪ সালে ছাত্রাবস্থায় পরিচালক আলফোনসে পুঠারেন তাকে তার নতুন চলচ্চিত্রে প্রেমাম-এর মালার চরিত্রের জন্য নির্বাচিত করেন। তিনি ছুটি চলাকালীন সময়ে শুটিং সম্পন্ন করেন এবং ছুটি শেষে আবারো পড়াশোনায় যোগ দেন। ২০১৪ সালে এক মাসের ছুটি নিয়ে তিনি আবারো তার ২য় চলচ্চিত্র কালিতে অভিনয় করেন- যা ২০১৬ সালের মার্চ মাসে মুক্তি পায়।
অভিনীত চলচ্চিত্র তালিকা
ধাম ধুম (২০০৮), প্রেমাম (২০১৫), কালি (২০১৬), ফিধা (২০১৭), এম সি এ (মিডল ক্লাস এ্যাবাই) (২০১৭)।
পুরস্কার
Asianet Film Awards (2016)
তথ্যসূত্র : উইকিপিডিয়া