যৌন নির্যাতন বুঝতেই ৮ বছর…
যৌন নির্যাতন বুঝতেই ৮ বছর! অভিনেত্রী স্বরা ভাস্কর নিজেও জানতেন না : ‘যৌন নির্যাতন’ আবার কী জিনিস! নিজের সঙ্গে ঘটনাটি ঘটে যাওয়ার পরও না। ঘটনার প্রায় ৬ থেকে ৮ বছর পর তিনি বুঝতে পেরেছিলেন, তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আসলে নির্যাতন। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে সেই ঘটনা প্রকাশ করেছেন তিনি।
বলিউডের অনেকে সাম্প্রতিক সময়ে এসে পুরোনো যৌন নির্যাতনের ঘটনা ফাঁস করতে শুরু করেছেন। এত দিন #মিটু নিয়ে নির্যাতিত নারীদের কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার নিজের যৌন নির্যাতন নিয়ে কথা বললেন তিনি।
কয়েক বছর আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি স্বরা। তবে এবার ঘটনাটি সবাইকে জানালেন তিনি। তবে যে পরিচালক তাঁকে নির্যাতন করেছিলেন, তাঁর নাম প্রকাশ করেননি তিনি।
যৌন নির্যাতন বুঝতে পারেননি কেন? স্বরা বলেন, কারণ এই দেশের মেয়েদের যৌন নির্যাতন নিয়ে যথাযথ জ্ঞান দেওয়া হয় না। তাই তাঁরা বুঝতে পারে না, কখন তাঁদের সঙ্গে ওই ধরনের আচরণ করা হচ্ছে।
কয়েক বছর আগে এক অভিনেত্রীর সাক্ষাৎকার দেখছিলেন তিনি। সেই অভিনেত্রীর ঘটনাটি শুনে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির মিল খুঁজে পেয়েছেন। তিনি বলেন, সাক্ষাৎকার দেখার পর মনে করে দেখলাম, আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল।
স্বরা বলেন, যৌন নির্যাতন নিয়ে শৈশব থেকেই ছেলে-মেয়েদের সচেতন করা উচিত। নয় তো তাঁর মতোই অসংখ্য নারী যৌন নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবে না এবং রেওয়াজটা দাঁড়িয়ে গেছে, এসব নিয়ে নীরব থাকতে হবে। এটা শুধু ভারতে নয়, পৃথিবীজুড়েই যেন এ রকমই।
অনুষ্ঠানে স্বরা ভাস্করের সঙ্গে এ আলোচনায় আরো ছিলেন বলিউড তারকা দিয়া মির্জা এবং তথ্যচিত্র নির্মাতা আনন্দ পাতবর্ধন।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
#মিটু বিতর্কে মুখ খুলেছেন বলিউডের যেসব তারকারা
হলিউডের মতো বলিউডেও চলছে হ্যাশট্যাগ মি-টু আন্দোলন। বেরিয়ে আসছে একের পর এক অসংখ্য যৌন হয়রানির তথ্য।
মিটু আন্দোলনের ফলে যৌন হয়রানির অভিযোগে উঠে এসেছে ভারতীয় অভিনেতা অলোক নাথ-অভিজিত ভট্টাচার্যের মতো খ্যাতনামাদের নামও। কারো কারো বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।
কখনো-না-কখনো হেনস্থা নিয়ে মুখ খুলেছেন তারা। তনুশ্রী দত্ত যেমন অভিযোগ এনেছেন নানা পাটেকরের বিরুদ্ধে। অতীতে বা পরবর্তী সময়েও যৌন নিগ্রহের শিকার হওয়া নিয়ে মুখ খুলেছেন এই তারকারা।
তনুশ্রী দত্ত
অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তনুশ্রী। পাল্টা আইনি নোটিস দিয়েছিলেন নানা। এর পর তনুশ্রীও মামলা করেন।
সালোনি চোপড়া
একটি ব্লগে নিজের জীবনের নানা পর্যায়ে শারীরিকভাবে নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করেছেন সালোনি। লিখেছিলেন, ভালোবাসার মানুষটির কাছেই প্রতি রাতে নিগ্রহের শিকার হওয়ার কথা। উল্লেখ্য, অভিনেতা জাইন খান দুরানির সঙ্গে সম্পর্ক ছিল সালোনির।
সোনা মহাপাত্র
গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে যৌন নিগ্রহ নিয়ে মুখ খোলেন ‘অম্বরসরিয়া’ গায়িকা। কৈলাস ও তার ব্যান্ডের এক সঙ্গে পারফর্ম করার কথা নিয়েই আলোচনা ছিল দু’জনের।
সন্ধ্যা মৃদুল
অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে মুখ খুলেছেন সন্ধ্যা। মদ্যপ অবস্থায় সন্ধ্যার হাত ধরে টানাটানি করেছেন বলে অভিযোগ এনেছেন মৃদুল।
রিচা চাড্ডা
#মিটু আন্দোলনের সমর্থেন হেনস্থার কথা বলেছিলেন তিনিও।
রাধিকা আপ্তে
যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও। তিনি বলেছিলেন, কিছু ব্যক্তি বলিউডে ক্ষমতাকে ব্যবহার করে, নিজেদের ভগবান মনে করে। আবার নারীদের নিগ্রহও করে।
প্রিয়াঙ্কা চোপড়া
যখন হলিউডে পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠছে, তখন প্রিয়াঙ্কা বলেছিলেন, বলিউডেও এরকম ব্যক্তিরা রয়েছেন, শুধু হলিউডে নয়।
স্বপ্না পাব্বি
তনুশ্রী দত্তকে সমর্থন করে জনপ্রিয় ওয়েব-সিরিজ ট্রিপ-এর অভিনেত্রী স্বপ্না বলেন, একবার একটি গানের শুটিংয়ের জন্য তাকে বিকিনি পরতে বলা হয়েছিল। কিন্তু অনেক ক্ষণের শুট হওয়ায় বিকিনিতে তার অস্বস্তি হচ্ছিল। এ-কথা জানানোয় প্রজেক্ট প্রডিউসার তাকে নিয়ে ব্যঙ্গ করেন। হেনস্থার কথাও বলেছিলেন তিনি।
ঐশ্বরিয়া রায়
সালমান খানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নিগ্রহের শিকার হয়েছিলেন ঐশ্বর্য। সালমান তাকে মারধর করতেন, অনেকবার বলেছেন এই অভিনেত্রী
বিনতা নন্দা
এই পরিচালক-প্রযোজক অভিযোগ আনেন অলোক নাথের বিরুদ্ধে। বিনতারই লেখা টিভি সিরিজ ‘তারা’য় সহ-অভিনেত্রীকে লাগাতার নিগ্রহ করছিলেন অলোক। বিনতাকেও অলোক নাথ ধর্ষণ করেছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছে।
নবনীত নিশান
টিভি সিরিজ ‘তারা’র অভিনেত্রী অলোক নাথের নাম না-করেই বিনতাকে সমর্থন করেন।
উষা যাদব
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই মরাঠি অভিনেত্রীও যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন বহুবার তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল।
কঙ্গনা রানাওয়াত
প্রথমে প্রাক্তন প্রেমিক আদিত্য পাঞ্চোলি ও পরে পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনেন ‘গ্যাংস্টার’ এই নায়িকা।
আর, স্বরা ভাস্করের যৌন নির্যাতন বুঝতেই ৮ বছর…
—রঙিনদুনিয়া ডেস্ক