সভাপতি গুলজার, মহাসচিব খোকন

admin

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন
সভাপতি গুলজার, মহাসচিব খোকন

সভাপতি গুলজার, মহাসচিব খোকন। আবারও বাজিমাত করল মুশফিকুর রহমান গুলজারবদিউল আলম খোকন প্যানেল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (২০১৭-১৮) নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন তাঁরা।

স্বতন্ত্র প্রার্থীসহ তিন প্যানেলের মধ্যে সভাপতি, মহাসচিবসহ ১৪টি পদে (১৯টি পদের মধ্যে) বিজয়ী হয়েছে গুলজারখোকন প্যানেল। বাকি ৫ পদে জয়ী হয়েছেন অন্য দুই প্যানেলের প্রার্থীরা। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

গত ২৫ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) উৎসবমুখর পরিবেশে ভোট দেন পরিচালক সমিতির সদস্যরা।

মোট ৩৬২ ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। সেখান থেকে ২৯২টি বৈধ ভোট হিসেবে গৃহীত হয়।

প্রাপ্ত বৈধ ভোটের মধ্যে সভাপতি পদে গুলজার পেয়েছেন ১৮৩ ভোট, তাঁর নিকটতম প্রার্থী বাদল খন্দকার পেয়েছেন ১০৯টি ভোট।

অন্যদিকে, মহাসচিব পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়েও দ্বিগুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন খোকন। তিনি পেয়েছেন ১৫৭ ভোট, প্রতিদ্বন্দী দুই প্রার্থী সাফি উদ্দিন সাফি ও বজলুর রাশেদ চৌধুরী পেয়েছেন যথাক্রমে ৬৭ ও ৬৮ ভোট।

উপ-মহাসচিব পদে শাহীন সুমন নির্বাচিত হয়েছেন মাত্র ৩ ভোটের ব্যবধানে। তাঁরই ঘনিষ্ঠ বন্ধু পল্লী মালেক প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন ১৪২ ভোট। শাহীন সুমন পেয়েছেন ১৪৫ ভোট।

আর তাঁদের আরেক প্রতিদ্বন্দী রকিবুল আলম রাকিব পেয়েছেন মাত্র ৫ ভোট।

চমক

এবারের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে চমকে দিয়েছেন প্রথমবার নির্বাচনে আসা তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদের জন্য তিনি সর্বোচ্চ ২৩০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব শরীফ পেয়েছেন ৬২ ভোট।

নির্বাচন কমিশনের ঘোষণা

আজ শনিবার সকাল ৭টায় এই নির্বাচন কমিশনের প্রধান কমিশনার আবদুল লতিফ বাচ্চু আনুষ্ঠানিক এই ফল ঘোষণা করেন।

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের এই সংগঠনে গত মেয়াদেও সভাপতি ও মহাসচিবের দায়িত্বে ছিলেন গুলজারখোকন

সভাপতির প্রতিক্রিয়া

পুনরায় নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান গুলজার বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি।

সততা ও নিষ্ঠা আছে যাদের তাদের তিনি নিরাশ করেন না। সকল ভোটারদের ধন্যবাদ ভোটের মাধ্যমে পুনরায় আমাদের দায়িত্ব দেয়ার জন্য।

আশা করি আমরা বিগত বছরগুলোর মতো আগামীতেও সমিতির সদস্যদের প্রত্যাশা পূরণ করতে পারব।

গুলজার বলেন, আমাদের প্রথম কাজ হবে দেশের প্রেক্ষাগৃহগুলোকে প্রকৃত ডিজিটালাইজড করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে তাগিদ দেওয়া। সিনেমার মান ফিরিয়ে আনার কাজও শুরু করতে চাই।

মহাসচিবের প্রতিক্রিয়া

চলচ্চিত্রের সব সংগঠনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নতুন মহাসচিব বদিউল আলম খোকন

তিনি বলেন, সদস্যরা আবারও আমাদের উপর আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। যারা কাজ করে তাদেরই জয় হয়।

বিজয়ী সবাইকে অভিনন্দন। যারা নির্বাচিত হননি তাদের জন্যও ভালোবাসা। সবাইকে নিয়ে সিনেমার সুদিন ফিরিয়ে আনতে কাজ করতে চাই।

অন্যান্য পদে নির্বাচিত

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, কোষাধ্যক্ষ মো. সালাহ্উদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, সংস্কৃতি ও ক্রীড়া সচিব শাহিন কবির টুটুল, প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব মো. আনোয়ার সিরাজ।

নির্বাহী সদস্য

নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল ও ইলিয়াস ভূঁইয়া।

-রঙিনদুনিয়া ডেস্ক

সভাপতি গুলজার, মহাসচিব খোকন

সভাপতি গুলজার, মহাসচিব খোকন

Share us
Next Post

যৌন নির্যাতন বুঝতেই ৮ বছর

যৌন নির্যাতন বুঝতেই ৮ বছর… যৌন নির্যাতন বুঝতেই ৮ বছর! অভিনেত্রী স্বরা ভাস্কর নিজেও জানতেন না : ‘যৌন নির্যাতন’ আবার কী জিনিস! নিজের সঙ্গে ঘটনাটি ঘটে যাওয়ার পরও না। ঘটনার প্রায় ৬ থেকে ৮ বছর পর তিনি বুঝতে পেরেছিলেন, তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আসলে নির্যাতন। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে […]
Swara Bhaskar