কালা
তিরুনেলভেলির গ্যাংস্টার, ধারাভির রাজা। জমিকে আঁকড়ে ধরে রাজনৈতিক কর্মকাণ্ড ও মাফিয়াদের বিরুদ্ধে লড়াই নিয়ে এর কাহিনি। রজনীকান্ত এখানে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন।
গল্পও বেশ পরিচিত। একজন সাধারণ মানুষের অধিকার ও লড়াই নিয়ে গল্পের বিস্তার। গল্প আর পাঁচটা সাধারণ মানুষের জীবনের নানান মোড় নিয়ে তৈরি। তামিলনাড়ু থেকে উত্খাত হয়ে মুম্বইয়ের ধারাভিতে এসে বসবাস রজনীকান্তের।
শহরের দৌড়ের সঙ্গে পা মিলিয়ে জীবনের গতিটাও সেভাবে এগুচ্ছিল। কিন্তু দুষ্ট রাজনীতিক জমি মাফিয়াদের দৌরাত্ম্যে চোখের সামনে যখন ভিটের জমি কেড়ে নেওয়া হলো, সিনেমার কাহিনি শুরু হয় সেখান থেকেই।
চিত্রনাট্যও খুবই সাধারণ। অতীতের কথা অল্প শুরু করেই বর্তমান পরিস্থিতিতে দ্রুত চলে আসা। সিনেমায় সুন্দর এন্ট্রি হয় সুপারস্টার কালা-র।
ভালো নাম কারিকালান। এর মধ্যেই আবার জারিনার (হুমা খুরেশি) সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
সিনেমার প্রথমার্ধে বেশ মশালাদার দৃশ্য। মুম্বইয়ের ফ্লাইওভার থেকে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে রজনীকান্ত স্পেশাল অ্যাকশন সবই রয়েছে।
বিরতির পর সিনেমার গল্প আরো জোরালো হয়। রজনীকান্ত যেখানে থাকবেন, সেখানে অ্যাকশনের ডিটেলস থাকবে না, তা কখনো হয়!
দুর্দান্ত অ্যাকশন দেখতে হলে অবশ্যই দেখতে হবে এই সিনেমা।
সিনেমায় নয়া চমক নানা পটেকর ও রজনীকান্তের সাক্ষাত্কার। সিনেমায় প্রশংসার অংশীদার করতেই হয় ঈশ্বরী রাও ও অ়ঞ্জলি পাটিলকে।
এ-সিনেমার ক্লাইম্যাক্স : রজনীকান্ত এ পর্যন্ত যতগুলি ছবি করেছেন, তাদের মধ্যে এটি বেস্ট!
‘কালা’র সিনেমাটোগ্রাফার মুরালি, মিউজিক ডিরেক্টর সন্তোষ নারায়ণ, অডিটর শিকর প্রসাদ ও আর্ট ডিরেক্টর রামালিঙ্গমকে অবশ্যি ধন্যবাদ জানাতে হয়।
কালার রিভিউ ২
‘কালা’ ছবিতে কারিকালান নামের বস্তিনিবাসী একজন ডনের চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত।
যেখানে রাজনৈতিক নেতার হাত থেকে নিজের বস্তি বাঁচানোর লড়াই করতে দেখা যাবে থালাইভা খ্যাত দক্ষিণের এই মহাতারকাকে।
আর এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে নানা পাটেকারকে। ছবির নেতিবাচক চরিত্রে রয়েছেন তিনি। ছবিটির কাহিনী লিখেছেন পিএ রণজিৎ। পরিচালনাও করেছেন তিনি।
ছবিতে রজনীকান্ত ও নানা পাটেগার ছাড়াও আরো অভিনয় করছেন হুমা কোরেশি, সায়াজি শিন্ডে, এশওয়ারি রাও, সম্পথ রাজ, পঙ্কজ ত্রিপাঠি, অঞ্জলি পাতিলসহ আরো অনেকে।
ছবিটির প্রযোজনায় রয়েছেন রজনীকান্তের মেয়ের জামাই ধানুশ।
তার প্রোডাকশন হাউস ওয়ান্ডারবার স্টুডিওজ প্রযোজনা করছে ‘কালা’। ২০১৮ সালের ৭ জুন ছবিটি পৃথিবীব্যাপী মুক্তি পায়।
কালার রিভিউ ৩
দক্ষিণের ম্যাগাস্টার বলতে যদি প্রথমেই কারো নাম আসে, সেটা যে রজনীকান্ত ছাড়া অন্য কেউ হতেই পারে না। বর্তমানে তার বয়স ৬৭।
কিন্তু জনপ্রিয়তায় ভাটা তো দূরের কথা, যত দিন যাচ্ছে তত যেন নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন তিনি।
‘কালা’ ছবিতে শুধু দক্ষিণের এই সুপারস্টারের চমক দিয়েই শেষ হয়নি। রয়েছে আরেক ম্যাগাস্টার বলিউডের বর্ষীয়ান তারকা নানা পাটেকর।