‘মি টু’ নিয়ে মাধুরী দীক্ষিত
‘মি টু’ নিয়ে কথা বলেছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে ‘মিটু’ আন্দোলন। বলিউডে রীতিমত ঝড় তুলেছে। বেরিয়ে এসেছে অনেক নিভৃতচারী গুণী মানুষের মুখোশও।
অভিনেত্রী ও নারী নির্মাতা-কলাকুশলীদের যৌন হেনস্তার দায়ে অভিযোগের কাঠগড়ায় উঠেছে নানা পাটেকারসহ অনেক নামী-দামি তারকার নাম।
একে একে প্রায় জনপ্রিয় তারকারা মুখ খুলছেন ‘মিটু’ নিয়ে। শাহরুখ-সালমান ও আমির খানেরাও পরিস্কার করেছেন নিজেদের অবস্থান।
পাশাপাশি কঙ্গনা-দীপিকা ও ক্যাটরিনা-প্রিয়াঙ্কার মতো তারকারাও মুখ খুলেছেন এই প্রসঙ্গে।
এবার ‘মিটু’ নিয়ে কথা বললেন বলিউডের ‘চন্দ্রমুখী’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
তিনি বেশ হতাশা প্রকাশ করেছেন যৌন হেনস্তায় অভিযুক্তদের তালিকায় নিজের পছন্দের ও শ্রদ্ধার মানুষদের নাম দেখে।
‘মি টু’ নিয়ে মাধুরী দীক্ষিত
মাধুরী খুব আহত হয়েছেন আলোকনাথ, সৌমিক সেনের মতো মানুষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায়।
ভারতীয় গণমাধ্যম দাবি করছে মাধুরী জানিয়েছেন, এইসব ব্যক্তিদের সঙ্গে নিকট সম্পর্কই ছিল তার। কিন্তু ‘মিটু’ আন্দোলনের জেরে তাদের অজানা দিক জানার পর বেশ অস্বস্তিই হচ্ছে।
মাধুরী বলেন, অলোক নাথ আর সৌমিক সেনের সঙ্গে অনেক কাজ করেছি। অনেক বছর ধরে তাঁদের চিনি, জানি।
কিন্তু এত বছর ধরে জানার পর যখন তাঁদের সম্পর্কে এমন খবর কানে এসেছে, তখন খুব শক পেয়েছি। খুব অবাক হতে হয়, নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি তাঁদের সঙ্গে কাজ করেছি!
বার্তা সংস্থা পিটিআইর সঙ্গে ‘#মিটু’ নিয়ে আলাপ প্রসঙ্গে এভাবেই বললেন বলিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা।
অলোক নাথের সঙ্গে মাধুরী দীক্ষিত
অভিনেতা অলোক নাথের সঙ্গে মাধুরী দীক্ষিত অভিনীত উল্লেখযোগ্য ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দয়াবান’, ‘জামাই রাজা’, ‘হাম তুমহারে হ্যায় সনম’।
সৌমিক সেনের সঙ্গে মাধুরী দীক্ষিত
আর পরিচালক সৌমিক সেনের ‘গুলাব গ্যাং’ ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত।
সৌমিক সেনের নতুন ছবি ‘চিট ইন্ডিয়া’। এই ছবিতে অভিনয় করেছেন এমরান হাশমি।
‘মি টু’ নিয়ে মাধুরী দীক্ষিত
সম্প্রতি ‘মিটু’ আন্দোলন ও তাতে জড়িয়ে পড়া একসময়ের সহকর্মী আলোকনাথ এবং পরিচালক সৌমিক সেনের বিষয়ে জানতে চাওয়া হয়। সেখানেই মাধুরী জানান, আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে জেনে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। ‘মিটু’ অভিযোগের কথা জেনে প্রথমে বিশ্বাস করতে পারেননি মাধুরী।
ঠিক ততটাই বিস্মিত হয়েছিলেন ‘মিটু’ আন্দোলনে পরিচালক সৌমিক সেনের নাম ওঠায়। মাধুরীর সাম্প্রতিক হিট ছবি ‘গুলাব গ্যাং’-এর পরিচালক সৌমিক।
মাধুরী বলেন, ব্যাপারটা শকিং। কারণ প্রথমেই মনে হবে এদের আপনি চেনেন, কিন্তু এভাবে চেনেন না। মনে হবে যে লোকটাকে তুমি চিনতে আর যার সম্পর্কে খবরে পড়ছ সেই দু’জন আলাদা মানুষ। এটা লজ্জার পরিচয়।
মাধুরী দীক্ষিত
গত শতকের আশির দশকের শেষ থেকে শুরু করে পুরো নব্বইয়ের দশক মাধুরী দীক্ষিত ছিলেন ভক্তদের চোখের মণি। কিন্তু ‘#মিটু’ মুভমেন্ট নিয়ে এত দিন তিনি কোনো মন্তব্য করেননি। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, তারা প্রায় সবাই মাধুরী দীক্ষিতের সহকর্মী।
এতদিন পর তিনি নীরবতা ভাঙলেন। বললেন, এমন কিছু জানলে শকিং লাগে। তাদের যেভাবে জেনেছি, চিনেছি; এখন খবরের কাগজে তাদের ব্যাপারে যা পড়ছি, দুটো একদম আলাদা। মেনে নেওয়া যায় না।
মাধুরী দীক্ষিতের নতুন ছবি
আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাধুরী দীক্ষিতের নতুন ছবি ‘টোটাল ধামাল’ আর ‘কলঙ্ক’ মুক্তি পাবে ১৯ এপ্রিল।
বলিউডে মি টু আন্দোলন
উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা নানা পটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। অনেক বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা সামনে আসার পর ভারতে ‘#মিটু’ আন্দোলন নতুন মাত্রা পায়।
এর পর বলিউডের সঙ্গে যুক্ত বিভিন্ন জনের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট মহল থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।