কণ্ঠ মুক্তি পাচ্ছে আজ

admin
Khantha Film
Khantha (Sound of Silence) Film

কণ্ঠ মুক্তি পাচ্ছে আজ

আজ ৮ নভেম্বর শুক্রবার সারাদেশে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কণ্ঠ সিনেমা।

গত ৬ নভেম্বর বুধবার ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনয়শিল্পী জয়া আহসান। পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

কণ্ঠ ছবিতে জয়া আহসানের চরিত্রের নাম রুমিলা চৌধুরী। যিনি একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে দেখা যাবে তাঁকে।

ছবিটি বাংলাদেশে পরিবেশনার দায়িত্বে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

লড়াই করে বেঁচে যাওয়ার গল্প কণ্ঠ। যারা বেঁচে থেকেও কিছু করতে পারছেন না, এরকম ভাবনার মানুষকে অনুপ্রেরণা দেবে ছবিটি। কণ্ঠ নিয়ে জয়া আহসানের কণ্ঠকথা আরো বেশি আনন্দ দেবে দর্শকদের।

জয়া আহসান, প্রাথমিক জীবন

জয়া আহসান ১৯৭২ সালের ১ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ এস মাসউদ, মুক্তিযোদ্ধা এবং মা রেহানা মাসউদ, শিক্ষিকা।

দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে নাচ ও গান করতেন। এ ছাড়া পড়াশুনা পাশাপাশি তিনি ছবিও আঁকতেন।

অভিনীত চলচ্চিত্র

১. ব্যাচেলর (২০০৪), চরিত্রের নাম : শায়লা, পরিচালক : মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশ।

২. ডুবসাঁতার (২০১০), চরিত্রের নাম : রেণুকা রহমান, পরিচালক : নুরুল আলম আতিক, বাংলাদেশ।

৩. ফিরে এসো বেহুলা (২০১১), চরিত্রের নাম : তনিমা, পরিচালক : তানিম নূর, বাংলাদেশ।

৪. গেরিলা (২০১১), চরিত্রের নাম : বিলকিস বানু, পরিচালক : নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ।

পুরস্কার : শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার।

৫. চোরাবালি (২০১২), চরিত্রের নাম : নবনী আফরোজ, পরিচালক : রেদওয়ান রনি, বাংলাদেশ।

পুরস্কার : শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার।

৬. আবর্ত (২০১৩), চরিত্রের নাম : চারু সেন, পরিচালক : অরিন্দম শীল, ভারত।

৭. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), চরিত্রের নাম : জারা শিকদার, পরিচালক : সাফি উদ্দিন সাফি, বাংলাদেশ।

পুরস্কার : শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার।

৮. জিরো ডিগ্রি (২০১৫), চরিত্রের নাম : সোনিয়া, পরিচালক : অনিমেষ আইচ, বাংলাদেশ।

পুরস্কার : শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

৯. একটি বাঙালি ভূতের গপ্পো, (২০১৫), চরিত্রের নাম : অমৃতা, পরিচালক : ইন্দ্রনীল রায় চৌধুরী, ভারত।

১০. রাজকাহিনী (২০১৫), চরিত্রের নাম : রুবিনা, পরিচালক : সৃজিত মুখোপাধ্যায়, ভারত।

পুরস্কার : টেলি সিনে পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী।

১১. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৬), চরিত্রের নাম : মিতু, পরিচালক : সাফি উদ্দিন সাফি, বাংলাদেশ।

১২. ঈগলের চোখ (২০১৬), চরিত্রের নাম : শিবাঙ্গী, পরিচালক : অরিন্দম শীল, ভারত।

১৩. ভালোবাসার শহর (২০১৭), পরিচালক : ইন্দ্রনীল রায় চৌধুরী, ভারত।

১৪. বিসর্জন (২০১৭), চরিত্রের নাম : পদ্মা হালদার, পরিচালক : কৌশিক গাঙ্গুলী, ভারত। ছবিটি ২০১৯ সালে বাংলাদেশে মুক্তি পায়।

১৫. খাঁচা (২০১৭), চরিত্রের নাম : সরোজিনী, পরিচালক : আকরাম খান, বাংলাদেশ।

১৬. পুত্র (২০১৮), পরিচালক : সাইফুল ইসলাম মান্নু, বাংলাদেশ।

১৭. ক্রিসক্রস (২০১৮), পরিচালক : বিরসা দাশগুপ্ত, ভারত।

১৮. দেবী (২০১৮), চরিত্রের নাম : রানু, পরিচালক : অনম বিশ্বাস, বাংলাদেশ। জয়া আহসানের প্রযোজনা ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত।

পুরস্কার : শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮)।

১৯. বিজয়া (২০১৯), পরিচালক : কৌশিক গাঙ্গুলী, ভারত।

২০. কণ্ঠ (২০১৯), পরিচালক : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত।

২১. বিউটি সার্কাস (২০১৯, নির্মাণাধীন), চরিত্রের নাম : বিউটি, পরিচালক : মাহমুদ দিদার, বাংলাদেশ।

২২. মেসিডোনা (২০১৯, নির্মাণাধীন), পরিচালক : সামুরাই মারুফ, বাংলাদেশ।

সম্পাদনা : জেবুননাহার জনি

Share us
Next Post

জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ও পুরস্কার

জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ও পুরস্কার চলচ্চিত্র ১. ব্যাচেলর (২০০৪), চরিত্রের নাম : শায়লা, পরিচালক : মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশ। ২. ডুবসাঁতার (২০১০), চরিত্রের নাম : রেণুকা রহমান, পরিচালক : নুরুল আলম আতিক, বাংলাদেশ। ৩. ফিরে এসো বেহুলা (২০১১), চরিত্রের নাম : তনিমা, পরিচালক : তানিম নূর, বাংলাদেশ। ৪. গেরিলা […]
Jaya Ahsan