
জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ও পুরস্কার
চলচ্চিত্র
১. ব্যাচেলর (২০০৪), চরিত্রের নাম : শায়লা, পরিচালক : মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশ।
২. ডুবসাঁতার (২০১০), চরিত্রের নাম : রেণুকা রহমান, পরিচালক : নুরুল আলম আতিক, বাংলাদেশ।
৩. ফিরে এসো বেহুলা (২০১১), চরিত্রের নাম : তনিমা, পরিচালক : তানিম নূর, বাংলাদেশ।
৪. গেরিলা (২০১১), চরিত্রের নাম : বিলকিস বানু, পরিচালক : নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ।
৫. চোরাবালি (২০১২), চরিত্রের নাম : নবনী আফরোজ, পরিচালক : রেদওয়ান রনি, বাংলাদেশ।
৬. আবর্ত (২০১৩), চরিত্রের নাম : চারু সেন, পরিচালক : অরিন্দম শীল, ভারত।
৭. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), চরিত্রের নাম : জারা শিকদার, পরিচালক : সাফি উদ্দিন সাফি, বাংলাদেশ।
৮. জিরো ডিগ্রি (২০১৫), চরিত্রের নাম : সোনিয়া, পরিচালক : অনিমেষ আইচ, বাংলাদেশ।
৯. একটি বাঙালি ভূতের গপ্পো, (২০১৫), চরিত্রের নাম : অমৃতা, পরিচালক : ইন্দ্রনীল রায় চৌধুরী, ভারত।
১০. রাজকাহিনী (২০১৫), চরিত্রের নাম : রুবিনা, পরিচালক : সৃজিত মুখোপাধ্যায়, ভারত।
১১. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৬), চরিত্রের নাম : মিতু, পরিচালক : সাফি উদ্দিন সাফি, বাংলাদেশ।
১২. ঈগলের চোখ (২০১৬), চরিত্রের নাম : শিবাঙ্গী, পরিচালক : অরিন্দম শীল, ভারত।
১৩. ভালোবাসার শহর (২০১৭), পরিচালক : ইন্দ্রনীল রায় চৌধুরী, ভারত।
১৪. বিসর্জন (২০১৭), চরিত্রের নাম : পদ্মা হালদার, পরিচালক : কৌশিক গাঙ্গুলী, ভারত। ছবিটি ২০১৯ সালে বাংলাদেশে মুক্তি পায়।
১৫. খাঁচা (২০১৭), চরিত্রের নাম : সরোজিনী, পরিচালক : আকরাম খান, বাংলাদেশ।
১৬. পুত্র (২০১৮), পরিচালক : সাইফুল ইসলাম মান্নু, বাংলাদেশ।
১৭. ক্রিসক্রস (২০১৮), পরিচালক : বিরসা দাশগুপ্ত, ভারত।
১৮. দেবী (২০১৮), চরিত্রের নাম : রানু, পরিচালক : অনম বিশ্বাস, বাংলাদেশ। জয়া আহসানের প্রযোজনা ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত।
১৯. বিজয়া (২০১৯), পরিচালক : কৌশিক গাঙ্গুলী, ভারত।
২০. কণ্ঠ (২০১৯), পরিচালক : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত।
২১. বিউটি সার্কাস (২০১৯, নির্মাণাধীন), চরিত্রের নাম : বিউটি, পরিচালক : মাহমুদ দিদার, বাংলাদেশ।
২২. মেসিডোনা (২০১৯, নির্মাণাধীন), পরিচালক : সামুরাই মারুফ, বাংলাদেশ।
পুরস্কার
১. গেরিলা (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার।
২. গেরিলা (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
৩. গেরিলা (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার।
৪. গেরিলা (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার।
৫. চোরাবালি (২০১২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
৬. চোরাবালি (২০১২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার।
৭. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) চলচ্চিত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার।
৮. জিরো ডিগ্রি (২০১৫) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
৯. রাজকাহিনী (২০১৫) চলচ্চিত্রের জন্য পুরস্কার : টেলি সিনে পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী।
১০. দেবী (২০১৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮)।
প্রাথমিক জীবন
জয়া আহসান ১৯৭২ সালের ১ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ এস মাসউদ, মুক্তিযোদ্ধা এবং মা রেহানা মাসউদ, শিক্ষিকা।
দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে নাচ ও গান করতেন। এ ছাড়া পড়াশুনা পাশাপাশি তিনি ছবিও আঁকতেন।
Jaya Ahsan is a Bangladeshi actress, model and producer.
Born: July 1, 1972 (age 47 years), Dhaka,
Height: 1.63m
Awards: Bangladesh National Film Award for Best Actress, Meril Prothom Alo Critic’s Choice Award (Film) for Best Actress.
—ডেস্ক রঙিনদুনিয়া