
৩৬ বছর বয়সী লন্ডনভিত্তিক অভিনেত্রী অ্যাঞ্জেলা স্লেগেল দাবি করেছেন, করোনাভাইরাস তাঁর জীবন বাঁচিয়েছে। কারণ তাঁর হার্টের জটিল একটি সমস্যা ডাক্তাররা শনাক্ত করতে পেরেছিলেন, করোনার চিকিৎসা দেয়ার সময়েই।
উল্লেখ্য, করোনাভাইরাস (কোভিট-১৯) প্রাণঘাতী হিসেবে বিশ্ব পরিচিত পেয়েছে। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া কোভিট-১৯ ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের দুই লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় আটত্রিশ লক্ষ।
মিরর অনলাইনের খবরানুযায়ী, স্লেগেল বাড়িতে থাকাকালীন সময়ে তাঁর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। প্রাথমিকভাবে ২২ মার্চ তাকে লন্ডনের চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে স্ক্যানগুলি তার ফুসফুস এবং হৃদয়ের চারপাশে তরল দেখিয়েছিল। ১১ দিন পরে রয়েল ব্রম্পটনে স্থানান্তরিত করা হয়।
দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট ম্যানেজার অ্যাঞ্জেলা শ্লেগেল (Angela Schlegel) বলেন, তিনি হাঁপানির জন্য গত দু’বছর ধরে তাঁর চিকিৎসকের সাথে দেখা করছিলেন, কিন্তু তাঁর হৃদরোগের কোনো ধারণা নেই।
স্লেগেলের করোনা চিকিৎসার সময় ডাক্তাররা বুঝতে পেরেছিলেন, তাঁর হার্ট ঠিকভাবে কাজ করছে না। স্লেগেল সাংবাদিকদের বলেন, ‘আমাকে কেবল বলা হয়েছিল, আমার হার্ট যেভাবে কাজ করার কথা সেভাবে করছে না।’
পরীক্ষায় স্লেগেলের হার্টে বিরল রোগ পলিঙ্গাইটিস (ইজিপিএ)সহ ইওসোফিলিক গ্রানুলোমেটোসিস ধরা পড়ে এবং ডাক্তাররা যে অনুযায়ী তাঁর চিকিৎসা করেন। এটি এমন একটি উপসর্গ—যা হৃদয়, জয়েন্টগুলি, ফুসফুস এবং স্নায়ুসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতি করতে পারে।
স্লেগেল বলেন, যদি ইজিপিএ’র চিকিৎসা না-করা হতো, তাহলে আমি হয়তো শিগগির মারা যেতে পারতাম। ডাক্তাররা আমাকে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আমার হার্ট অনেক বেশি চাপের সম্মুখীন হয়—যা ইজিপিএ দ্রুত প্রকাশ করেছে। এটি দীর্ঘমেয়াদে আমার জীবন বাঁচিয়েছিল, তবে স্বল্পমেয়াদে করোনাভাইরাস আমাকে প্রায় মেরে ফেলেছিল।
জাস্ট আউটস্টান্ডিং
রোগ নির্ণয়ের পরে স্লেগেল হাসপাতালে পাঁচ সপ্তাহ কাটিয়েছিলেন এবং তাঁর চিকিৎসাকে ‘জাস্ট আউটস্টান্ডিং’ হিসেবে বর্ণনা করেছেন।
চিকিৎসকের বর্ণনা
তাঁর অন্যতম একজন চিকিৎসক ডা. পুগান প্যাটেল বলেন, মিসেস স্লেগেলের সুস্থতা হাসপাতাল কর্মীদের মনোবলের উপর বড় প্রভাব ফেলেছিল। তিনি আরো বলেন, আপনি যখন দেখেন, রোগী উঠে দাড়িয়েছেন এবং হাসছেন; তখন এটি একটি দুর্দান্ত প্রভাব ফেলে।
—ডেস্ক রঙিনদুনিয়া
Coronavirus: heart condition woman says Covid saved her life
Source: BBC News, click please
‘Coronavirus SAVED my life!’: Asthma-sufferer, 36, learns she has fatal heart condition and could have ‘dropped dead’ at any moment after discovery by intensive care Covid medics
Source: Daily Mail, click please
Woman, 36, says coronavirus ‘saved her life’ after doctors diagnose rare heart condition
Source: Mirror, click please