‘বেস্ট অব নেশন’ পুরস্কার প্রথমবার এলো বাংলাদেশে আলোকচিত্র দুনিয়ার খ্যাতনামা ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ’ প্রতিযোগিতায় ‘বেস্ট অব নেশন অ্যাওয়ার্ডস’ জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। তার তোলা ‘লস্ট চাইল্ডহুড’ আলোকচিত্র এ পুরস্কারের জন্য মনোনীত হয় ফটোসাংবাদিকতা ক্যাটাগরিতে। গত ২১ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় এই পুরস্কার ঘোষণা করা হয়। ‘দ্য ফেডারেশন অব ইউরোপিয়ান ফটোগ্রাফারস’ […]