মিটু আন্দোলনের পাশে থাকলেও, নারীদের অপব্যবহার করতে সতর্ক করলেন রজনীকান্ত রজনীকান্তকে প্রখ্যাত তামিল ছবির গীতিকার ভাইরামুথুর বিরুদ্ধে প্লেব্যাক গায়িকা চিন্ময়ী শ্রীপাদাসহ বিভিন্ন নারীর পক্ষ থেকে ওঠা যৌন নির্যাতন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি জানান, মিটু-এর যথাযথ ব্যবহার হওয়া উচিত। অভিনেতা-রাজনীতিবিদ রজনীকান্ত আজ দেশজুড়ে ঝড় তোলা #মিটু আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন। […]